শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে পাঁচটি ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর, ২৩ লাখ টাকা জরিমানা

এম এ হালিম, সাভার প্রতিনিধি : সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় কৃষি জমির পাশে এবং নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি ইটভাটাকে গুড়িয়ে দেয়া হয়।

এছাড়া এসব ভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে পাঁচটি ভাটাকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৩ লাখ টাকা জরিমান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা শাখার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটার মধ্যে মেসার্স চাঁন মিয়া ব্রিকসকে তিন লাখ টাকা, তিশা ব্রিকসকে পাঁচ লাখ টাকা, মেসার্স মধুমতি সুপার ব্রিকসকে পাঁচ লাখ টাকা, মেসার্স মাসুম সুপার ব্রিকসকে পাঁচ লাখ টাকা এবং কর্ণফুলি ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে মেসার্স মধুমতি ব্রিকসে অভিযান চালানোর সময় বিভিন্নভাবে নিজেদের প্রভাব দেখিয়ে অভিযানকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করেন ওই ইটভাটার শ্রমিক কর্মচারীরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম বলেন, সারা দেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের অংশ হিসেবে সাভারে পাঁচটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ইটভাটাগুলোকে সর্বমোট ২৩ লাখ টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়েছে। পাশাপাশি এসব ইটভাটা যেনো পরবর্তীতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করতে না পারে এজন্য সেগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
এছাড়া আমাদের পরিবেশ অধিদপ্তরের মনিটরিংটিম রয়েছে তারা নিয়মিত ইটভাটাগুলো পরিদর্শন করবেন। তাদের পরিদর্শনের সময় কোনো ইটভাটার বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলামের নেতৃত্তে পরিচালিত অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. শরিফুল আলম, মাহাবুবুর রহমান, উপ-পরিচালক শাহেদা বেগম, পরিদর্শক জেসমিন আক্তার প্রমুখ।

এছাড়া অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নিরাপত্তার জন্য র‌্যাব ও পুলিশের বিপুল সংখক সদস্য মোতায়েন ছিলো। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়