শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের বিরুদ্ধে অনেক রেকর্ড গড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল

শিউলী আক্তার : বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল যা করে দেখাতে পারেনি সেটিই করে দেখাচ্ছে নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো এশিয়া কাপ এসেছে এই নারী দলের হাত ধরে। টি-টোয়েন্টি ক্রিকেট সর্বোচ্চ রানের জয়ের রেকর্ডটিও নারীদের অধীনে। নেপালে চলমান এসএ গেমসে নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ২৪৯ রানে হারিয়েছে সালমারা। মালদ্বীপকে ২৫৬ রানের লক্ষ্য দিয়ে মাত্র ৬ রানে গুটিয়ে দিয়েছে লাল সবুজ প্রতিনিধিরা।

এ পথে অসংখ্য রেকর্ড গড়েছে বাংলাদেশ। নিজেদের ক্রিকেট ইতিহাসে এটিই নারীদের সবচেয়ে বড় জয়। এর আগে সর্ববৃহৎ জয় ছিলো ৭০ রানে মালয়েশিয়ার বিপক্ষে। বৈশ্বিকভাবে এটি তৃতীয় বড় জয়। তাদের সামনে রইলো উগান্ডা (৩০৪) ও তানজানিয়ার (২৬৮) নারীরা।

তৃতীয় উইকেট জুটিতে ২৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নিগার ও ফারজানা। তৃতীয় উইকেটে তো বটেই, বিশ্বে টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

এই ম্যাচে নিগার ও ফারজানা দুই জনেই সেঞ্চুরি করেন। যেটি বিশ্বে দ্বিতীয় জোড়া সেঞ্চুরি। এর আগে নারী টি-টোয়েন্টিতে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি একবারই দেখেছে বিশ্ব ক্রিকেট। গত জুনে মালির বিপক্ষে সেঞ্চুরি করেন উগান্ডার প্রসকোভিয়া আলোকা ও রিতা মুসামালি।

এছাড়া ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার। এটি বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস। ১১০ অপরাজিত থাকেন ফারজানাও। তাদের টর্নেডো ব্যাটিংয়ে ভর করে ২ উইকেটে ২৫৫ রানের পাহাড়সম স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে ১২.১ ওভারে মাত্র ৬ রানে গুটিয়ে যায় মালদ্বীপ। এটি বিশ্ব নারী টি-টোয়েন্টিতে যৌথভাবে সবচেয়ে কম রানে গুঁড়িয়ে যাওয়ার রেকর্ড। এর আগে রুয়ান্ডার বিপক্ষে সমান ৬ রানে সব উইকেট হারায় মালি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়