শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার দুয়ার ২৪ ঘণ্টা খোলা, বললেন ধামরাইয়ের ওসি

রাসেল হোসেন, ধামরাই প্রতিনিধি : সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে নাগরিক তথ্য সংগ্রহ সচেতনতা সপ্তাহ উদযাপনে ধামরাই কমিউনিটি পুলিশিং এর দিনব্যাপী প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লায় মহল্লায় চলছে সচেতনতা বৃদ্ধি মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকায় ধামরাই থানা পুলিশের উদ্দ্যোগে নাগরিক তথ্য সংগ্রহ সচেতনতা সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

সকালে ধামরাই উপজেলা চত্বর, কুল্লা ইউনিয়ন, ভাড়াড়িয়া ইউনিয়ন, ধামরাই সদর ইউনিয়ন পরিষদসহ প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে, পারা মহল্লায় প্রতিটি বাড়ির মালিক, ভাড়াটিয়াদের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা ও ফরম বিতরণ করা হয় ।

নাগরিক তথ্য সংগ্রহ সচেতনতা সপ্তাহ দিবস উপলক্ষে কুল্লা ইউনিয়নের বউবাজার এলাকায় নাগরিক তথ্য সংগ্রহের অনুষ্ঠানে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, আপনারা যারা বাড়ির মালিক আছেন তাদের বাড়িতে কোনো ভাড়াটিয়া আছে তার যাবতীয় তথ্য সংগ্রহ করে পুলিশের কাছে জমা দিবেন। ওসি দিপক চন্দ্র সাহাসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে প্রতিটি এলাকায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ ফর্ম বিতরণ করেন।

ফর্ম বিতরণ করার সময়ে ওসি দিপক চন্দ্র সাহা বলেন, আপনার বাড়ির ভাড়াটিয়ার সঠিক তথ্য,নাম ঠিকানা, পূর্বে কোন এলাকায় ছিলো তার পুরো ঠিকানা দিবেন।কারণ, আপনার ভাড়াটিয়া কি মাদকসেবি না মাদক বিক্রেতা, না জঙ্গিবাদ বা খুনের সাথে জড়িত কিনা তা যাচাই বাছাই করার জন্য এই ফর্মগুলো পূরণ করে থানায় জমা দিবেন।

তিনি (ওসি) আরো বলেন, আপনারা যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে যাবেন। আমার দরজা আপনাদের জন্য খোলা। আর থানায় গিয়ে সঠিক বিচার না পেলে আমাকে বলবেন, কোনো দালালের খপ্পরে পড়বেন না।

কুল্লা ইউনিয়নের বউ বাজার এলাকায় বাড়ির মালিকদের কাছে ফর্ম বিতরণের সময়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) মাসুদুর রহমান বলেন, অপরাধী, সন্ত্রাসী, মাদকসেবি, জঙ্গিগোষ্ঠীর সদস্যরা আপনার বাসায় ভাড়া থাকতে পারে। তাই তাদের পুরো তথ্য আমাদের কাছে থাকা জরুরি। আপনার সন্তান কার সাথে থাকে সে দিকে খেয়াল রাখবেন। কারণ, কিছুদিন পূর্বে এক হোন্ডা ছিনতাইকারিকে আটক করে তার মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কেউ জানত না তিনি একজন গাড়ি চোরাই চক্রের সদস্য। আপনাদের এলাকা থেকে যেকোনো অপরাধীর সম্পর্কে ধামরাই থানা পুলিশকে জানাবেন এবং প্রয়োজনে আপনাদের পরিচয় গোপন রেখে ফোন দিবেন। যে কোনো সময়ে ফোন ধরা হবে।

কুল্লা ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল বলেন,আমি কুল্লা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া মহল্লায় গিয়ে বাড়ির মালিক ও সকল পেশার মানুষের সাথে কথা বলবো যাতে তারা এলাকার মাদকসেবি, সন্ত্রাসের পরিচয় থানা পুলিশকে জানায়।

কুল্লা ইউনিয়নে নাগরিক তথ্য সংগ্রহ সচেতনতা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কালীপদ সরকার, পুলিশ উপ- পরিদর্শক সিকান্দার হোসেন, কুল্লা ইউনিয়নের ৩নং ইউপু সদস্য বোরহান উদ্দিন, কু্লা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়