শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে জুয়ার প্রস্তাব দিয়ে নিষেধাজ্ঞা পাচ্ছেন লজিস্টিক ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন চট্টগ্রাম ভাইকিংসের লজিস্টিক ম্যানেজার শাকিল আবেদীন। ক্রিকেটারদের এমন অনৈতিক প্রস্তাব দেয়ায় ক্রিকেটের সকল কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন তিনি।

গত বিপিএলের একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে নিষিদ্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সূত্র জানায়, চট্টগ্রামের কয়েকজন ক্রিকেটারকে রাজশাহী কিংসে সুযোগ করে দেয়ার প্রস্তাব দেয় শাকিল। বিনিময়ে সেই ক্রিকেটারদের তার কথা মতো কাজ করতে বলেন তিনি।

পরবর্তীতে শাকিলের এমন প্রস্তাবের কথা বিসিবির দুর্নীতি দমন বিভাগের কাছে জানায় সেই ক্রিকেটাররা। তদন্তে বেরিয়ে আসে ঘটনার সত্যতা। যার রেশ ধরেই এবার বিপিএলে নিষিদ্ধ হতে যাচ্ছেন শাকিল।

বিসিবির এমন সিদ্ধান্তের কথা এখনও জানেন না শাকিল। এমনকি দুর্নীতি দমন বিভাগ থেকে তার সঙ্গে আলোচনাও হয়নি বলে জানিয়েছেন তিনি। উল্টো শাকিল জানান, অসুস্থ বাবার দেখভাল করতে এবারের বিপিএলে কোনো দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না।

তবে কত দিনের নিষেধাজ্ঞা পাচ্ছেন শাকিল, এ বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। এর আগে বিপিএলের প্রথম আসরে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রস্তাবটি দিয়েছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শরিফুল হক প্লাবন।

সতীর্থের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে মাশরাফি টিম ম্যানেজমেন্টকে জানায় এবং পরে তাকে নিষিদ্ধ করে বিসিবি। তেমনই নজর তৈরি করলে বড় শাস্তি অপেক্ষা করছে শাকিলের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়