শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৩:১২ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মন্ত্রিসভায় পাস নাগরিকত্ব বিল, শরণার্থী হিসাবে আসা অমুসলিমরা পাবেন নাগরিকত্ব

আসিফুজ্জামান পৃথিল, শাহনাজ বেগম : আগামী সপ্তাহেই দেশটির পার্লামেন্টে উঠবে এই বিল। এই বিলে বলা হয়েছে, আফগানিস্তান পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় পীড়নের কারণে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছে যে হিন্দু, পার্সি, শিখ, খ্রিস্টানরা, তাদের নাগরিকত্ব দেবে সরকার। যদিও বিলে প্রতিবেশী দেশ থেকে আসা মুসলিমদের বিষয়ে কোনও উল্লেখ নেই। ধর্মের ভিত্তিতে কেনো এই ভেদাভেদ, তা নিয়ে ইতোমধ্যেই আপত্তি জানিয়েছে অধিকাংশ বিরোধী দল। এনডিটিভি, আনন্দবাজার

ধর্মের ভিত্তিতে শরণার্থীদের আশ্রয় দেওয়ার নীতির বিরোধিতা করেছে কংগ্রেস, তৃণম‚ল, সিপিআইএম-সহ আরও বেশ কয়েকটি দল। সংসদের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব বিলটি আসতে চলেছে তা অনুমান করে অনেক আগে থেকেই গুয়াহাটিসহ উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যেই প্রতিবাদ শুরু হয়ে গিয়েছিলো। গত লোকসভায় বিলটি পাশ হলেও রাজ্যসভায় সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিলটি পেশই করা হয়নি। ফলে লোকসভা মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিলটি খারিজ হয়ে যায়। সে সময় আসামে বিরোধীরা তো বটেই, বিজেপির জোট শরিক এনপিপি প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বে নেডা জোটের অন্য দলগুলিও বিলের বিরোধিতায় নামে।

বিভিন্ন দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন ও পারসিকরা পাবেন নাগরিকত্ব। ২০১৪ সালের আগে ভারতে এসেছেন, অথচ কোনও বৈধ কাগজ নেই, তারাই পাবেন নাগরিকত্ব। বিশ্লেষকদের মতে মুসলিমদের এতে অন্তর্ভুক্ত না করায় তা হবে ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। বিভিন্ন প্রতিবেদন অনুসারে এই আইন ব্যবহার করেই পুরো ভারতে করা হতে পারে জাতীয় নাগরিকত্বের পুঞ্জি বা এনআরসি। জানা গেছে এই আইন অনুসারে মাত্র ১০০ রুপিতেই মুসলিম বাদে অন্য ধর্মের মানুষরা নাগরিকত্বের আবেদন করতে পারবেন। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়