শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ মর্যাদা বাতিলের পর ১১৫ দিনে জম্মু-কাশ্মীরে ৮৮ সন্ত্রাসী হামলা

ইমরুল শাহেদ : ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর গত চার মাসে ৮৮টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ১১৫ দিনে এ ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপাত্তে বলা হয়েছে, আগের তুলনায় এ সংখ্যা ১৭ শতাংশ কম। এর আগে ১২ এপ্রিল থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ে ১০৬টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু মন্ত্রণালয় ঘটনার বিবরণ তুলে ধরেনি যে, বিশেষ মর্যাদা বাতিলের আগের ও পরের ঘটনাগুলোতে কত লোক নিহত হয়েছেন। লোকসভায় চার জন পার্লামেন্ট সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি এ তথ্য উপস্থাপন করেন। নিউজ১৮

জম্মু ও কাশ্মীর উপত্যকায় বিশেষ করে কাশ্মীরে ভারত সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। মুসলিম অধ্যুষিত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। জারি করেছে কারফিউ। টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং মূলধারার রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।

ইতোমধ্যে কিছু বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হলেও প্রিপেইড মোবাইল ও ইন্টারনেট এখনও বন্ধ রাখা হয়েছে। বেশির ভাগ রাজনৈতিক নেতা এখনো আটক আছেন। কিন্তু আন্তর্জাতিক সমালোচনার মুখে দীর্ঘ সময় ধরে এ বিধিনিষেধ আরোপ করে রাখার যুক্তি হিসেবে ভারত সরকার বলছে, সীমান্ত এলাকার সন্ত্রাস দমন এবং সন্ত্রাসী হামলা ঠেকানোর জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ বেড়ে ৮৪ শতাংশে দাঁড়িয়েছে। ৫ আগস্টের আগে এই অনুপ্রবেশের সংখ্যা ছিল ৫৩ শতাংশ। কিন্তু এখন সেটাকে কমিয়ে অবশ্য ৫৯ থেকে ৩২ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়