শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০২:৩০ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ধান কাটা হচ্ছে “কম্বাইন্ড হারভেস্টার” মেশিনে

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগরে প্রথমবারের মতো জাপানের তৈরি ‘কম্বাইন্ড হারভেস্টার’ মেশিন দিয়ে ধান কাটা শুরু হয়েছে। আর এ মেশিনে অত্যাধুনিক পদ্ধতিতে ধান কাটার সুযোগে খুশি স্থানীয় কৃৃষকরা।

উপজেলার গোর্কন ইউনিয়নের জেঠাগ্রামের আবুল বাশার মেশিনটি কিনেছেন। সোমবার (২ ডিসেম্বর) চৈয়ারকুড়ি গ্রামে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার প্রদর্শনী হয়। প্রদর্শনীতে কৃষক এই মেশিনের সাহায্যে জমির ধান কাটেন এবং মাড়াই করেন।

ধান কাটা প্রদর্শনীতে কৃষক ইনসাব আলী জানান, এই মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ে ৫০ থেকে ৬০ শতাংশ খরচ কমানো যায়। এসব কাজ শ্রমিক দিয়ে করাতে হলে কৃষকের দ্বিগুণ টাকা খরচ হয়।

কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মালিক আবুল বাসার জানান, তিনি ৩০ লাখ টাকা দিয়ে মেশিনটি কিনেছেন। এই মেশিন দিয়ে কৃষক এক সঙ্গে ধান কাটা, খড় কাটা ও মাড়াই সুবিধা পাবেন। ফলে কৃষক স্বল্প সময়ে কম খরচে ধান ঘরে তুলতে পারবেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিচ্ছুজ্জামান জানান, বিশ্বের বিভিন্ন কৃষিপ্রধান দেশে উন্নত প্রযুক্তির কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান কাটায় ব্যবহার হয়। এই মেশিনের ফলে চাষিদের সময়, অর্থ সাশ্রয় হবে এবং শারীরিক পরিশ্রম লাঘব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়