শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভার্চুয়াল রিয়ালিটিই সত্য, ওখানে আমরা সৎ, স্বাধীন ও সম্ভাবনাময়

 

খালেদ মুহিউদ্দিন : ফেসবুক আমার ভালো লাগে। আমি ঘুরে ঘুরে মানুষ দেখি। কতো তাদের চিন্তা, কতোশত মত আর অমত। প্রায় সব মানুষই ভালো, তারা মানুষের কল্যাণ চান, দুনিয়া ও আখেরাতের শান্তি চান। কোথাও একটুমাত্র বেচাল দেখলে ঝাঁপিয়ে পড়ে ন্যায় প্রতিষ্ঠা করতে চান। আমি দেখি আর ভাবি মানুষ কী দারুণ। ফেসবুকের বাইরের মানুষ বা তাদের জীবন এখন অনেকটাই দূরের মনে হয়। মনে হয় যেন পুকুরে পিছলে পড়া চাঁদের বিম্ব; সত্য নয় সত্যের ছায়া যেন শুধু।

জন্ম নিয়ে প্রকট এক চিৎকারে মানুষ জানাতে চায় এই গ্রহে সে একা থাকতে আসেনি। সবসময় তাকে দেখতে হবে, দিতে হবে মনোযোগ। সে তুচ্ছ নয় বরং এই দুনিয়ায় তার গুরুত্বই সবচাইতে বেশি। আমরা ফেসবুকের বাইরে বড় হই, কেউ আমাদের দেখে না, বোঝে তো একেবারেই না। রিয়ালিটির ওই জগৎ মিথ্যা তঞ্চকতাময়, আমরা ওই জগতের কেউ না। ফেসবুক আমাদের যুক্ত করে, আমাদের গুরুত্বপূর্ণ করে, আমাদের পাঁচ হাজার পর্যন্ত বন্ধু আর সীমাহীন অনুসারী যোগাড় করে দেয়। ভার্চুয়াল রিয়ালিটিই সত্য, ওইখানে আমরা সৎ, স্বাধীন ও সম্ভাবনাময়। তারপর সব তাৎপর্য সব মহত্ত্ব সব আলো নিয়ে আমরা একদল ভালমানুষ ঘাড়মুখ গুঁজে থাকি নানা আকৃতির টাচস্ক্রিনের পায়ে! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়