সাইফুর রহমান : জর্ডান ভ্যালির পূর্বাঞ্চলের কৃষি এলাকার একটি অস্থায়ী আবাসনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সোমবার এক বিবৃতিতে জানায় জর্ডানের প্রতিরক্ষা বিভাগ। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ইয়াদ আল আমরে জানান, রোববার মধ্যরাতের ওই অগ্নিকাÐের ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তিনি আরো জানান, বৈদ্যুতিক লাইন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা বিভাগের আরেকটি সূত্র জানিয়েছে, টিনশেডে নির্মিত ওই অস্থায়ী নিবাসে প্রবাসী শ্রমিকদের দু’টি পরিবার বসবাস করত। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। গালফ নিউজ, ইয়ন
জর্ডান উপত্যকায় বিভিন্ন বেসরকারি খামারে কয়েক হাজার বিদেশি শ্রমিক কাজ করে। শাক-সবজি এবং ফল উৎপাদনের জন্য ওই অঞ্চলের মাটি বেশ উর্বর। অগ্নিকাÐে দগ্ধ আরো ৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। গত কয়েক বছরে জর্ডানে এধরনের বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। সিরিয়ার শরণার্থীদের একটি ক্যাম্পে গতবছর শীতের মৌসুমেও ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে।