শিরোনাম

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারক সাহেব আমার স্বামীকে জামিন দিয়ে দেন

নিউজ ডেস্ক : স্ত্রী নির্যাতনের মামলায় অতিরিক্ত সচিব ডা. জাকির হোসেনকে জামিন দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান গতকাল রোববার এক হাজার টাকা মুচলেকায় স্ত্রী ডা. ফাতেমা জাহানের জিম্মায় জামিন মঞ্জুর করেন। সমকাল

ডা. ফাতেমা আদালতে উপস্থিত হয়ে বিচারককে বলেন, আমাদের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। আমরা আবার সংসার করবো। আমার স্বামীকে জামিন দিন। ডা. জাকির জামিন পেলে আমার কোনো আপত্তি নেই। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

স্বামীর নির্যাতনের শিকার ডা. ফাতেমা গতকালই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ছাড়া পান। স্বামীর নির্যাতনের পর শনিবার রাতে জাতীয় জরুরি সেবার হটলাইন '৯৯৯' ফোন করেন ডা. ফাতেমা। এরপর রাত সাড়ে ৭টার দিকে পুলিশের একটি টিম বেইলি রোডের সুপিরিয়র সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আহত অবস্থায় ডা. ফাতেমাকে উদ্ধার করে। সেখান থেকে পরে তাকে রাতেই ভর্তি করা হয় ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।

পরে ফাতেমা তার স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ডা. জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। ডা. জাকির বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসনে মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই নিশাত জাহান সমকালকে বলেন, ডা. ফাতেমার অভিযোগের ব্যাপারে তার স্বামীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। এ ছাড়া মামলার এজাহারের বাইরে ফাতেমার আরও কোনো বক্তব্য রয়েছে কি-না তাও জানতে চাওয়া হয়। সব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করা হবে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, এই মামলায় জাকির হোসেন ছাড়া অন্য কেউ অভিযুক্ত না থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করার প্রয়োজন হয়নি। এ কারণে গতকাল রিমান্ড আবেদন ছাড়াই ডা. জাকিরকে আদালতে হাজির করা হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়