শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৯, ০২:২৯ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৯, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ বছরে ভারতের সর্বকনিষ্ঠ বিচারপতি রাজস্থানের মায়াঙ্ক

রাশিদ রিয়াজ : রাজস্থানের জয়পুরের বাসিন্দা ওই যুবকের নাম মায়াঙ্ক প্রতাপ সিং। রাজস্থান জুডিশিয়াল সার্ভিসেস-২০১৮ পরীক্ষায় প্রথমবার বসেই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। আর এর ফলে তৈরি করেছেন ভারতে নতুন ইতিহাস। এতদিন ২৩ বছর বয়স না হলে বিচারপতি নিয়োগের পরীক্ষায় বসা যেত না। কিন্তু, এবার রাজস্থানে এই আইন পরিবর্তন করে ন্যূনতম বয়সসীমা ২১ বছর করা হয়েছে। তার ফলেই এই পরীক্ষায় বসার সুযোগ পান মায়াঙ্ক। আর প্রথম সুযোগেই বাজিমাত করেছেন তিনি। এপ্রসঙ্গে তার বক্তব্য, আমাদের সমাজে একজন বিচারপতি অনেক সম্মান পান। তার কাজটাও খুব গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই এই বিষয়টা আমাকে খুব টানত। তাই ২০১৪ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের এলএলবি কোর্সে ভরতি হই। এই বছরই সেই পড়াশোনা শেষ হয়েছে। তারপরই বিচারপতি নিয়োগের পরীক্ষাতে বসি। আর প্রথমবারে বসেই সফল হওয়ার জন্য আমার পরিবার, শিক্ষক ও প্রিয়জনদের ধন্যবাদ জানাতে চাই। তাদের জন্যই এটা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ‘আগে ২৩ বছর বয়স না হলে বিচারপতি নিয়োগের পরীক্ষায় বসা যেত না। কিন্তু, এখন এই আইন বদলে যাওয়ার ফলে আদালতে শূন্য থাকা বিচারপতির পদগুলি পূরণ হবে। এতে উপকৃত হবেন অগণিত বিচারপ্রার্থী।’

ছোট থেকে যা স্বপ্ন দেখতেন তা পূরণ হয়েছে। এবার আগামীতে কী করবেন? এর উত্তরে মায়াঙ্ক বলেন, ‘বিচারপতি হওয়ার প্রথম শর্ত হল একজন সৎ মানুষ হওয়া। কোনও শক্তি দ্বারা প্রভাবিত হলে হবে না। সেই পথ ধরেই এগোতে চাই আমি। প্রচুর মানুষকে ন্যায়বিচার পাইয়ে দিতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়