শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দালাল স্ট্রিটে রদবদল, সেনসেক্স থেকে বাদ টাটা মোটরস, ইয়েস ব্যাংক ও বেদান্ত!

রাশিদ রিয়াজ : ভারতে বম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই-র সূচক সেনসেক্স থেকে বাদ পড়ল টাটা মোটরস, ইয়েস ব্যাংক এবং বেদান্ত। যার পরিবর্তে এক্সচেঞ্জের ‘এশিয়া ইনডেক্স’ -এ যুক্ত হতে চলেছে আলট্রাটেক সিমেন্ট, টাইটান এবং নেস্টলে ইন্ডিয়া। ২৩ নভেম্বর, শনিবার, থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে শুক্রবার রাতে বিএসই-র তরফে এক বিবৃতিতে জানানো হয়। একইসঙ্গে এশিয়া ইনডেক্সে যুক্ত হচ্ছে ভারতের আলট্রাটেক সিমেন্ট, টাইটান এবং নেস্টলে ইন্ডিয়া।
পুঁজিবাজার বিশ্লেষকরা বম্বে স্টক এক্সচেঞ্জে একে উল্লেখযোগ্য রদবদল।  উল্লেখ্য, বিএসই এবং এসএন্ডপি ডো জোন্স ইনডেক্সএর জয়েন্ট ভেঞ্চার এশিয়া ইনডেক্স। এখানে দুই সংস্থার অর্ধেক-অর্ধেক অংশীদারিত্ব আছে।

এশিয়া ইনডেক্স ছাড়াও এসএন্ডপি বিএসই সেনসেস্ক ফিফটি-তে রদবদল ঘটেছে। এই তালিকায় স্থান করে নিয়েছে ইউপিএরল লিমিটেড এবং ডাবর ইন্ডিয়া। এদিকে, ইন্ডিয়াবুলস হাইজিং ফাইন্যান্স এবং ইয়েস ব্যাংক প্রথম ফিফটি-এর এই তালিকা থেকে বাদ পড়েছে।

পাশাপাশিিএসএন্ডপি বিএসই সেনসেক্স নেক্সট ফিফটি-তেও বেশ কিছু রদবদলের কথা ঘোষণা করেছে বম্বে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এক্ষেত্রে ইন্ডিয়াবুলস হাইজিং ফাইন্যান্স , ইয়েস ব্যাংক, ইন্টারগ্লোব অ্যাভিয়েসন, এসবিআই লাইফ ইনসিওরেন্স এবং ইনফো এজ (ইন্ডিয়া) এই সূচক তালিকায় যুক্ত হয়েছে। তার পরিবর্তে বাদ গিয়েছে ক্যাডিলা হেল্থকেয়ার, ডাবর ইন্ডিয়া, গ্লেনমার্ক ফার্মা, ইউপিএল লিমিটেড এবং এডিউইস ফাইনান্সিয়াল সার্ভিসেস। যদিও বিএসই ব্যানকেক্স সূচকে কোন রদবদল ঘটানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়