শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৯, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৯, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের অপরাধ নিক্সনের চেয়েও বড়, তদন্ত প্রধানের মন্তব্য

আসিফুজ্জামান পৃথিল : হাউজ ইন্টালিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ মনে করেন, এখ নপর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে যে সাক্ষ্য পাওয়া গেছে, তা তাকে অভিশংসিত করার জন্য যথেষ্ঠ। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে জো বাইডেনের ছেলের বিষয়ে তদন্ত করতে চাপ প্রযোগ করে কোনও অপরাধ করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করছেন মার্কিন আইনপ্রণেতারা। এএফপি

স্কিফ বলেন, ‘আমরা এখানে যা পেয়েছি তা ডেমোক্রেট সদরদপ্তরে চালানো ৩য় শ্রেণীর নজরদারির চেয়েও অনেক খারাপ। আমরা জেনেছি হোয়াইট হাউজের ক্ষমতা ব্যবহার করে একটি দেশকে দেয়া সামরিক সাহায্য প্রত্যাহারের হুমকি দেয়া হয়েছে শুধুমাত্র ব্যক্তি স্বার্ধ উদ্ধারে। এমন এক দেশকে এই হুমকি দেয়া হয়েছে, যারা মিত্র এবং যুদ্ধে লিপ্ত। নিত্সন যা করেছিলেন, তার চেয়ে এটি অনেক বেশিই খারাপ।’ ৯ সাক্ষীর ম্যারাথন সাক্ষ্যের পর এ কথা বলেন স্কিফ। প্রায় সব সাক্ষিই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীতি বহির্ভূত কাজ করেছেন।

অভিশংসিত হলে তিনি হবেন ৩য় মার্কিন প্রেসিডেন্ট যাকে সরিয়ে দেয়া হবে। বুধবার এক বিস্ফোরক সাক্ষে ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান, ট্রাম্প অবৈথভাবে জেলেনস্কিকে চাডপ্রয়োগ করেছিলেন। তিনি আরও জানান, ট্রাম্প যা করেছেন তা তার আইনজীবি রুডি গিলানির পরামর্শে। নিজের উপদেষ্টাদের পরামর্শ নয়, গুরুত্ব দিয়েছেন নিজের ব্যক্তিগত আইনজীবির পরামর্শ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়