শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বাবার বিরুদ্ধে তিন সন্তানের সংবাদ সম্মেলন

যুগান্তর : খাদ্য অধিদফতরের সাবেক পরিচালক সিকদার আবুল কালাম আজাদের নির্যাতন থেকে রক্ষা পেতে দুই পুত্র ও এক কন্যা সংবাদ সম্মেলন করেছে।

বাবার হাত থেকে রক্ষা পেতে শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্তের কন্যা তাসনিম ফারজানা।

এ সময় উপস্থিত ছিলেন সিকদার আবুল কালাম আজাদের দুই ছেলে বরকত আল আজাদ, রহমত আল আজাদ।

লিখিত বক্তব্যে তাসনিম ফারজানা বলেন, তার পিতা খাদ্য অধিদফতরের সাবেক পরিচালক সিকদার আবুল কালাম আজাদ। তাদের নানা বাড়ির সম্পত্তির লোভে তার দুই ছেলেকে গত ১৬ অক্টোবর ঢাকা থেকে ডেকে ঝিনাইদহ নিয়ে আসেন। সেখান থেকে মাগুরা ডিবি পুলিশ দিয়ে দুই ছেলেকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে লুকিয়ে রাখা হয়। এরপর তাদেরকে মাগুরা নিয়ে আসা হয়।

সেখানে দুই ছেলেকে দুই দিন আটকে রাখার পর গত ১৮ অক্টোবর ফরিদপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। এরপর আবার মাগুরা ডিবি পুলিশের দল ও তার পিতা ২০ নভেম্বর এসে দুই ছেলেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

সেখানে তত্ত্বাবধানে থাকা পরিচালক ৯৯৯ ফোন করে সহায়তা চাইলে তাদেরকে কোতয়ালী থানা পুলিশ গিয়ে উদ্ধার করে। এর আগে ডিবি পুলিশ এবং তার বাবা মিলে দুই পুত্রকে বেদম প্রহার করে হাত ভেঙে দেয়াসহ তাদেরকে রক্তাক্ত করে। পরে তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তাসনিম ফারজানা অভিযোগ করেন, তার পিতা আবুল কালাম আজাদ ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের প্রতি উদাসিন ছিলেন। ২০১৫ সালে তাদের মা মারা যাবার পর তাদের ওপর বাবার অত্যাচার-নির্যাতন বেড়ে যায়। সম্পত্তির লোভে তাদের পিতা সন্তানদের বিভিন্নভাবে নাজেহাল করছে।

বাবার অত্যাচার, নির্যাতনের হাত থেকে সেসহ তার দুই ভাইকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাসনিম ফারজানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়