শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে ডেঙ্গুকে দমন করছে একটি ব্যাক্টেরিয়া

আসিফুজ্জামান পৃথিল: একটি উপকারী ব্যাক্টেরিয়া ব্যবহার করে ডেঙ্গু দমনের পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা।ওলবেচিয়া ব্যাক্টেরিয়া ডেঙ্গু ভাইরাস ছড়ানো মশার জন্য কঠিন করে দেয়। তবে তা মশার মৃত্যু ঘটায় না। বিবিসি

গবেষকরা বলছেন, এই আবিস্কার একটি বড় পাওয়া। এটি ডেঙ্গুর বিস্তার ৭০ শতাংশ কমিয়ে দেয়। ফিল্ড ট্রায়ালেই পাওয়া গেছে এই তথ্য। ডেঙ্গুকে ঠেকানো অত্যন্ত জরুরী বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ গত ৫০ বছরে এই রোগ ভয়াবহভাবে বিস্তৃত হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, কয়েক বছরে নাটকীয়ভাবে বেড়ে গেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ১৯৭০ এর দশক পর্যন্ত মাত্র ৯টি দেশে যেখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিলো, তা এখন ১০০ এর বেশি দেশে ছড়িয়েছে। পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ সেসব দেশে থাকেন, যেখানে ডেঙ্গু একটি বড় সমস্যা। প্রতিবছর ৩৯ কোটি মানুষ এ রোগে আক্রান্ত হয়।

অথচ বিশ্বজুড়ে একসময় আতঙ্কসৃষ্টি করা আরও একটি মশকবাহিত রোগ ম্যালেরিয়ার প্রাদুর্ভাব সমযের সঙ্গে কমছে। ডেঙ্গুর প্রাদর্ভাব রয়েছে মূলত নিরক্ষীয় ও প্রায় নিরক্ষিয় এলাকাগুলোতে। ৭০ শতাংশ রোগিই এশিয়ার। ওলবাচিয়া ব্যাক্টেরিয়া এডিস মশার ভেতরেই জীবনচক্র পরিচালনা করে। একই মশায় থাকে ডেঙ্গুও। এই ব্যাক্টেরিয়া ডেঙ্গু ভাইরাসকে প্রজনন করতে দেয়না এবং এর ডিএনএ ভেঙে ফেলে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়