শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ১০:৩৬ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুজব নির্ভর রাজনীতি করছে বিএনপি, বললেন খালিদ মাহমুদ

সৌরভ কুমার, কুড়িগ্রাম : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে আদালতের মাধ্যমে দণ্ডিত হয়ে তিনি কারাগারে বন্দী। আইনগতভাবে তাকে বের করা ছাড়া বিএনপির কোনো উপায় নেই। তার ছেলে তারেক রহমান দণ্ডিত আসামি হিসেবে বিদেশে পলাতক আছেন।

শুক্রবার (২২ নভেম্বর) চিলমারী নদী বন্দরে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের বাস্তবায়নে চিলমারী নৌ বন্দরে প্রায় ৩শ কোটি টাকা ব্যায়ে নদীবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশকে খুনের জনপদে পরিণত করেছিলেন। তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর শতশত অফিসারকে হত্যা করেছিলেন। এরা একটি খুনি পরিবার। এ পরিবারের সঙ্গে যারা রাজনীতি করে তারা বাংলাদেশকে বিপদে ফেলতে চায়। তাই তারা সঠিক রাজনীতি না করে বিপদগ্রস্থ রাজনীতির পথ ধরেছে। কখনও তারা পেঁয়াজ নিয়ে কখনও তারা লবণ নিয়ে রাজনীতি করছে আবার কখনও পরিবহন নিয়ে রাজনীতি করছে। এরা এখন রাজনীতির গতি হারিয়ে ফেলেছে।

মন্ত্রী চিলমারী নৌ বন্দর এলাকা পরিদর্শনকালে আরো জানান, ভারতের সঙ্গে আমাদের পোর্ট অব কল আছে। এখন ভুটানকেও পোর্ট অব কলে যুক্ত করব।চিলমারীর এই রুটটি হবে আন্তর্জাতিক রুট। আমরা আশা করছি এই রুটটি চালু হলে এই এলাকার অর্থনীতিতে বিরাট গতি সঞ্চার হবে।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নৌ পরিহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভোলানাথ দে, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সম্পাদনা : জেরিন মাশফিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়