শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুয়েট শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান ছাত্র কল্যাণ পরিচালকের

আসিফ কাজল ও ওবায়দুর রহমান : আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবী মেনে নেয়া হবে। ফলে, শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে আর বাঁধা নেই বলে জানিয়েছেন বুয়েট ছাত্র কল্যাণ পরিচালক ড. মীজানুর রহমান। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে র‍্যাগিং এর ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় বুয়েট ভিসি কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

প্রায় দেড় মাস একাডেমিক কার্যক্রম বন্ধসহ অচল বুয়েট। আবরার হত্যার বিচারের দাবিতে শুরুতে ১০ দফা দাবিতে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এরপর বুয়েট প্রশাসনের কাছে আবরার হত্যাকাণ্ডে জড়িতদের স্থায়ী বহিষ্কার, র‍্যাগিং এর বিচার এবং সাংগঠনিক ছাত্র রাজনীতিসহ তিন দফা দাবি তুলে তারা। সর্বশেষ গত ১৮ নভেম্বর বুয়েট উপাচার্য দাবি বাস্তবায়নের জন্য দু সপ্তাহ সময় চান। এরপরেই ছাত্র কল্যাণ পরিচালক ড. মীজানুর রহমান তাদেরকে এ আহ্বান জানান।

বুয়েট সূত্র জানায়, সোহরাওয়ার্দী, আহসানউল্লাহ ও তিতুমীর হলে র‍্যাগিং এর যে ঘটনা ঘটেছিলো তা আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে। এছাড়া, সাংগঠনিক ছাত্র রাজনীতির ব্যাপারেও কাজ করছে প্রশাসন। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে ফিরতে আর কোনো বাঁধা রইলো না।

বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বলেন, প্রশাসন সকল দাবি মেনে নিলে আমরাও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবো। তবে শুধু মুখের কথায় নয়, এক্ষেত্রে প্রশাসনকে লিখিতভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর দীর্ঘ দেড় মাস অচল রয়েছে বুয়েট ক্যাম্পাস। এসময় ক্লাস বর্জন ছাড়াও সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেনি শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়