শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ০৫:৪০ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যস্ততা বেড়েছে অভিনেত্রী দীপান্বিতার

ঢাকাটাইমস : বাংলা শোবিজের উদীয়মান অভিনেত্রী দীপান্বিতা রায়। তিনি একজন সাংবাদিক ও লেখিকা। তার লেখা বেশ কয়েকটি গল্প ও উপন্যাস ইতোমধ্যে বাজারে এসেছে এবং একুশে বইমেলায়ও প্রকাশ হয়েছে। পাশাপাশি কয়েক বছর ধরে অভিনয়ের সঙ্গেও যুক্ত। সাহিত্য জগতের মতো এ অভিনয়েও নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন দীপান্বিতা।

অভিনয় ও লেখালেখি নিয়ে সারা বছিই তিনি ব্যস্ত থাকেন, তবে সম্প্রতি তার সেই ব্যস্ততা বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত এক মাসে বেশ কিছু নাটক ও মিউজিক ভিডিওর কাজ করেছেন তিনি। তার কোনোটি প্রচারিত হচ্ছে, আবার কোনোটি রয়েছে প্রচারের অপেক্ষায়।

সম্প্রতি রবীন্দ্র ঠাকুরের তুমুল জনপ্রিয় গান ‘একটুকু ছোঁয়া লাগে’-এর সম্পূর্ণ নতুনভাবে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এখানে মডেল হিসেবে অভিনয় করেছেন দীপান্বিতা রায়। এটির শুটিং হয়েছে গোপালগঞ্জ ও বাগেরহাটে। পরিচালক হিমেল বিশ্বাস হিমু। সিনেমাটোগ্রাফার দিগন্ত বৈদ্য, কোরিওগ্রাফার সম্রাট হাজরা। গানটি গেয়েছে ত্রিবেণী ঠাঁকুর। এটি বের হচ্ছে সিনেম্যান প্রোডাকশনের ব্যানারে।

গত সপ্তাহে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত (বিটিভি) টেলিফিল্ম ‘কুসুমের জ্যোৎস্নাস্নান’- এর শুটিং শেষ হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা রায়। গ্রাম বাংলায় বেড়ে ওঠা প্রকৃতিপ্রেমী একটি মেয়ের জীবনদর্শন ও ঘাত-প্রতিঘাত নিয়ে রচিত হয়েছে এর গল্পে। সেই প্রকৃতিপ্রেমী মেয়ের চরিত্রে দেখা যাবে দীপান্বিতাকে।

চলতি সপ্তাহে এই অভিনেত্রী কাজ করেছেন ‘হাবু দ্যা গ্রেট’ নামে একটি নাটকে। এখানে হাবু চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। তুমুল জনপ্রিয় এই অভিনেতার বিপরীতেই অভিনয় করেছেন দীপান্বিতা। ‘হাবু দ্য গ্রেট’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ওবিদ রেহান।

এছাড়া চলতি সপ্তাহে দুইটি শর্টফিল্মের শুটিংও শেষ করেছেন দীপান্বিতা। পাশাপাশি তিনি কাজ করছেন আকাশ রঞ্জন পরিচালিত ‘বউ শ্বাশুড়ি’ মেগা ধারাবাহিকে। নাটকটি বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে।

এসবের পাশাপাশি বেশ কিছু টেলিভিশন ও অনলাইন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন দীপান্বিতা। তিনি নিয়মিত কাজ করেন শর্টফিল্ম ও টিভি নাটকে। গত সপ্তাহে মুক্তি পেয়েছে এফ জামান তাপস পরিচালিত তার একটি নতুন বিজ্ঞাপন। খুব শিগগির এই পরিচালকের ‘দত্তা’ নাটকে কাজ করতে যাচ্ছেন। নাটকটি নির্মিত হবে শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে।

নিজের কাজ সম্পর্কে দীপান্বিতা রায় বলেন, ‘আমি কোনো চরিত্রে অভিনয় করার আগে সেটিকে ভালো করে বোঝার চেষ্টা করি। সেই চরিত্রটিকে হৃদয়ে ধারণ করি, তারপর ক্যামেরার সামনে দাঁড়াই। চরিত্র যা-ই হোক না কেন, সেটাকে ফুঁটিয়ে তোলাটাই একজন শিল্পীর কাজ।’

সাংবাদিক ও লেখিকা দীপান্বিতার প্রিয় লেখক শমরেশ মজুমদার। প্রিয় অভিনেতা নায়ক রাজ রাজ্জাক, প্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা ববিতা, প্রিয় শিল্পী মান্না দে। তার শখ গান শোনা ও রান্না করা। সব কাজের অনুপ্রেরণা কে জানতে চাইলে দীপান্বিতা বলেন, তার প্রিয় ব্যক্তিত্ব স্বামী মিলন কান্তি বিশ্বাসই তার সকল কাজের অনুপ্রেরণা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়