শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ০৫:১১ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার তৈরি নিজস্ব সফটওয়্যার ইনস্টল ব্যতীত ইলেকট্রনিক ডিভাইস বিক্রয় নিষিদ্ধ

মরিয়ম আদরী: দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে বৃহস্পতিবার এই আইন পাস হয়। ২০২০ সালের জুলাই মাসে এই কার্যকর হবে বলে জানান দেশটির সরকার। বিবিসি

ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে রয়েছে স্মার্টফোন, কম্পিউটার এবং স্মার্ট টেলিভিশন। আইনটির সমর্থকরা জানান, এই আইনের উদ্দেশ্য হলো রাশিয়ান নাগরিকরা যাতে খুব সহজেই ইলেকট্রনিক ডিভাইস কিনতে এবং ব্যবহার করতে পারে। তবে আশংকা করা হচ্ছে অনেক কোম্পানি রাশিয়ার মার্কেট থেকে বের হয়ে যেতে পারে। কিন্তু আইনটির অর্থ এই নয় যে অন্য দেশের কোম্পানিগুলো তাদের সফটওয়্যারচালিত পণ্য বিক্রি করতে পারবে না বরং পণ্য বিক্রির আগে রাশিয়ার সফটওয়্যার ‘বিকল্প’ হিসেবে ইনস্টল করতে হবে।

পার্লামেন্টে বলা হয়, ইলেকট্রনিক ডিভাইস এবং এগুলোতে কোন ধরনের সফটওয়্যার ইনস্টল করতে হবে সরকার সেই তালিকা নির্ধারণ করে দেবে। এছাড়া ব্যবহারকারীরা কিভাবে এই সফটওয়্যার ব্যবহার করবেন সে বিষয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছেন এই আইনের একজন কো-অথর ওলেজ নিকোলায়েভ।

তবে আইনটি নিয়ে ইলেকট্রনিক ডিভাইস নির্মাতা এবং বিক্রয়কারীদের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন, রাশিয়ার তৈরি নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারীদের গোপন বিষয় জানা যাবে।

ক্রেমলিন জানান, নিজস্ব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সাইবার নিরাপত্তা আরো উন্নত হবে। কিন্তু সমালোচকরা বলছেন, সরকার চীনের মতো একটি ইন্টারনেট ফায়ারওয়্যাল তৈরি করার চেষ্টা করছে। সম্পাদনা: রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়