শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ১২:১১ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি কমেনি

ইয়াসিন আরাফাত : তথ্যপ্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই বেড়েছে একে ঘিরে অপরাধের মাত্রা। পরিস্থিতি গত দুই-তিন বছর আগের চেয়ে ভালো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসারের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ফেক নিউজের সংখ্যা। মুহুর্তেই ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব। বিশেষজ্ঞদের মতে এর জন্য ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।

বৃহস্পতিবার রাজধানীর ছায়ানট ভবনে ডিনেট আয়োজিত 'উগ্রবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য ই-সচেতনতা' প্রকল্পের প্রথম 'সাইবার চ্যাম্প' ই-অ্যাওয়ারনেস অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। ইন্টারনেটে ঝুঁকি সম্পর্কে স্কুল-কলেজের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সচেতন করতে এবারই প্রথম সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইডের সহায়তায় এই অলিম্পিয়াডের আয়োজন করে ডিনেট। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব।

অনুষ্ঠানে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রধান ড. জিয়া রহমান, ইউএসএইডের গভর্ন্যান্সবিষয়ক উপদেষ্টা রুমানা আমিন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনীর হাসান এবং অলাভজনক সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠান ডিনেটের প্রধান নির্বাহী এবিএম সিরাজুল হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এ সময় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগদান করে।

ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারকে নিরাপদ করতে যে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে, তা সময়োপযোগী উল্লেখ্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলম বলেন, এ আইনের অধীনে পৃথকভাবে ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল এবং এজেন্সি গঠন করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, শুধু আইন দিয়ে ডিজিটাল অপরাধ ঠেকানো সম্ভব নয়। প্রয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি। এ জন্যই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ আয়োজনে সহায়তা করছে।

ড. জিয়া রহমান বলেন, আধুনিক সময়ে আধুনিক অপরাধ প্রবণতাও বেড়েছে। এখন অনেকে ভেতরে থাকা প্রশ্নের উত্তর না পেয়ে বিভ্রান্ত হয়ে নিজের অজান্তেই অপরাধে জড়িয়ে যায়। তাই প্রশ্ন করতে হবে। ভালো-মন্দের বিষয়টি যুক্তি দিয়ে বিচার করার সক্ষমতা বাড়াতে হবে। কিন্তু প্রশ্ন করতে গিয়ে কোনোভাবেই উগ্র আচরণ করা যাবে না। বিনয়ের সঙ্গেই প্রশ্ন করতে হবে।

রুমানা আমিন বলেন, ইন্টারনেট ছাড়া এখন সব কিছুই অচল। কিন্তু ইন্টারনেট ব্যবহারে সচেতন না হলে বিপদের আশঙ্কাও প্রবল। এ ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির মতো জনগুরুত্বপূর্ণ আয়োজনের সঙ্গে ইউএসএআইডি আছে এবং ভবিষ্যতেও থাকবে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়