শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ১১:৪৪ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফরোজা আব্বাস ও সুলতানা আহমেদের দ্বন্দ্ব, নয়াপল্টনে মহিলা দলের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ

বাংলাদেশ জানার্ল : বিএনপির নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মকাণ্ড সাময়িক ‘নিষিদ্ধ’ করেছে দলটির হাইকমান্ড। এ কারণে ২০ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন দলীয় কার্যালয়ে করতে পারেনি সংগঠনটি।

তবে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস শাজাহানপুরের বাসায় ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ তার গুলশানের বাসায় নিজ নিজ অনুসারীদের নিয়ে পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন। আফরোজা আব্বাসের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও অংশ নেন বলে সূত্রে জানা গেছে। নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির সাবেক একজন মহিলা এমপি বলেন, গত ১৬ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি নির্ধারণ করতে বিকালে বৈঠকে বসেছিলেন মহিলা দলের নেত্রীরা। ওই বৈঠকে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বক্তব্য দিতে গেলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বাধা দিলে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তুমুল হট্টগোল হয়।

এক পর্যায়ে আফরোজা আব্বাসের অনুসারীরা সুলতানাকে টেনে হিচড়ে কার্যালয় থেকে নামিয়ে দেয়। এই নিয়ে মহিলা দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। তাই সমাধান না হওয়া পর্যন্ত মহিলা দলের সবধরনের সাংগঠনিক কর্মকান্ড নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাময়িক নিষিদ্ধ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানতে চাইলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বাংলাদেশ জার্নালকে বলেন, এমন কিছু তো হয়নি। আর এধরণের কোন নোটিশও আমাদের কাছে আসেনি।

অনুলিখন : ওয়ালি উল্লাহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়