শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকশাল প্রবর্তিত নির্বাচনী কাঠামো না আনা পর্যন্ত এ দেশে তৃণমূলে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ সম্ভব নয়

 

মুনশি জাকির হোসেন : বাকশাল প্রবর্তিত নির্বাচনী কাঠামো না আনা পর্যন্ত এই দেশে তৃণমূলে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ সম্ভব নয়, নির্বাচনের কালো টাকার প্রভাব কমানো সম্ভব নয়। চলমান কাঠামোতে পুঁজির প্রভাবিত এই তথাকথিত নির্বাচন দুর্বৃত্তায়িত সমাজ তৈরি করছে। এই অশুভ চক্রের ঘূর্ণিপাকে দেশের রাজনীতি এবং সমাজ দুর্নীতিবাজ পুঁজিপতিদের হাতে চলে যাচ্ছে। যেসব পুঁজিপতির আবির্ভাব ঘটেছে সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাই কারবার, খুন, দখল কায়েমের মধ্য থেকে। ইউনিয়নের মেম্বর থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত এই অশুভ চক্রের বিস্তার ঘঠেছে, এটি দেশের জন্য এক ভয়ানক মরণ ব্যাধি। বাকশালে বলা ছিলো, নির্বাচনের সব খরচ সরকার-নির্বাচন কমিশন বহন করবে।

নির্বাচনী ক্যাম্পেইন নির্বাচন কমিশন কতৃক নিয়ন্ত্রিত হবে, যেকোনো মানুষের নির্বাচন করার ক্ষমতা থাকবে। বর্তমান কাঠামোতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে খরচ পনেরো থেকে বিশ লাখ, মেয়র নির্বাচনে বিশ থেকে ত্রিশ লাখ, সিটি কর্পোরেশনে ত্রিশ থেকে পঞ্চাশ লাখ, এমপি নির্বাচনে কোটি টাকার উপরে। এখানে প্রশ্ন হলো এই যে লাখ লাখ, কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করছে, এই টাকার উৎস কী? কেন, কী উদ্দেশ্যে এতো টাকা খরচ করছে? এটি মূলত বিনিয়োগ, এখানে প্রফিট মার্জিন কয়েকশত গুণ বেশি। সামান্য কিছু জনপ্রতিনিধি আছেন যারা এই অশুভ চক্রের বাইরে। কিন্তু তাদের সংখ্যা এতোটাই কম যে উল্লেখ করার মতো নয়। আওয়ামী লীগ, ছাত্রলীগের উচিত হবে বাকশাল প্রবর্তিত নির্বাচনী কাঠামো ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক কর্মসূচি হাতে নেয়া। এটি না হলে জনগণের সমাজ গঠন সম্ভব নয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়