শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণকে বেঁধে নির্যাতন: সেই ইউপি সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন : আবদুস সালামএক তরুণকে বেঁধে নির্যাতনের ঘটনার প্রায় চার মাস পর ইউপি সদস্য আবদুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভারতের পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য ও চারিগ্রামের মৃত মহিবুর রহমান ঢালইর ছেলে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কানাইঘাটের কারাবল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের সীমান্ত এলাকা কাড়াবাল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওটি দেখার পর তাৎক্ষণিক ভুক্তভোগী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে মামলা করার অনুরোধ করি। আজ তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জকিগঞ্জ থানায় মামলা (নম্বর ২৪) দায়ের করা হয়। এছাড়াও যার বাড়িতে ঘটনা সেই এবাদ মেম্বার এবং যে ব্যক্তিরা তার পায়ে রশি বেঁধেছিল সেই আনোয়ার হোসেন ও মো. শাহজাহানকেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পল্লীতে বিচারের নামে গিয়াস উদ্দিন (৩৫) নামের এক তরুণকে বেঁধে ইউপি সদস্যের নির্মমভাবে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম আটগ্রাম গুচ্ছগ্রামের গিয়াস উদ্দিন নামের এক তরুণকে বাঁশের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন করছেন।

নির্যাতনের শিকার গিয়াস উদ্দিন জানান, শাহজাহান তার কাছ থেকে ২৫শ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত না দেওয়ায় শাহজাহানের একটি মোবাইলফোন নিয়ে নেন গিয়াস। এই মোবাইলফোন নেওয়াকে চুরি হিসেবে উল্লেখ করে শাহজাহান ও আনোয়ার গিয়াসকে ধরে এবাদ মেম্বারের বাড়িতে নিয়ে যান। সেখানেই সালাম মেম্বার তার ওপর নির্যাতন চালান। প্রায় দেড় ঘণ্টা নির্যাতন করা হয় তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়