শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ০৩:০০ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্বাস্থ্যকর পরিবেশ ও দুর্গন্ধযুক্ত খাবার সংরক্ষণ করায় রাজধানীতে দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা ও দুর্গন্ধযুক্ত খাবার সংরক্ষণ করায় রাজধানীর বাংলা মোটর ও মোহাম্মদপুরে দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির এ অভিযান চালানো হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদপুর এলাকায় অভিযানকালে ‘অন ফায়ার’ রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা ডিমের পাশেই পাত্র ভরা মাংসের রক্ত পাওয়া যায়। এছাড়া পচা দুর্গন্ধযুক্ত ডিম পাওয়া যায়, খোসামুক্ত শসার ঠিক ওপরেই মুরগির কাঁচা মাংস কাটতে দেখা যায়। এসব অপরাধে রেস্তোরাঁটিকে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরী। এছাড়া বাংলা মোটরের রূপায়ন ট্রেড সেন্টারে ওয়াটার ফল কনভেনশন ও রেস্টুরেন্টে অভিযানকালে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিসহ রেফ্রিজারেটরে রান্না করা ও কাঁচা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করতে দেখা যায়। যথাযথ লেবেল ছাড়া খাদ্যসামগ্রী ব্যবহারের অপরাধে রেস্তোরাঁটিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযাী ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ।

এদিকে ৩৩৩ নম্বরে অভিযোগের ভিত্তিতে গ্রিন রোডের নূর বিরিয়ানি হাউসে অভিযান চালানো হলেও সেখানে কোনো খাদ্য তৈরি করতে দেখা যায়নি। শুধুমাত্র বিরিয়ানি বিক্রি করতে দেখা যায়। সেখানে সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ছিল। শুধুমাত্র একটি প্যাকেটে কিছু পচা শসা পাওয়া যায়। এ ব্যাপারে ম্যানেজারকে সতর্ক করা হয়েছে। এছাড়া ৩৩৩ নম্বরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির আরেকটি অভিযোগের ভিত্তিতে কাঁঠাল বাগানের মুক্তি ব্লাড ব্যাংকের গলিতে অভিযান চালাতে গিয়ে এপিক ভবনের সামনে সিআইসি ফুড/তাকওয়া ফুড/জান্নাত ক্যাটারিং নামে কোনো দোকান/প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়