শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ১২:১৭ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক সংস্কার দাবি করায় সৌদি রাজকন্যা বাসমাহ গৃহবন্দী

রাশিদ রিয়াজ : সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদের নিখোঁজের খবর গত কয়েকমাস আগে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। এখন বলা হচ্ছে, তিনি গৃহবন্দী রয়েছেন। জার্মানির রাষ্ট্রীয় টেলিভিশন ডয়চে ভেলে বলছে তিনি সৌদি সরকারের হাতে আটক রয়েছেন। বাসমাহ সৌদির বাদশাহ সৌদ বিন আবদুল আজিজ আল সৌদের মেয়ে। তিনি ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত দেশটির বাদশাহ ছিলেন। বাসমাহ (৫৫) সমাজসংস্কারক হিসেবে পরিচিত। সৌদি ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিতে নারীদের গাড়ি চালানো, সিনেমা ও খেলারমাঠে যাওয়ার সুযোগ, বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ী বসবাসের বন্দোবস্তসহ বেশ কিছু সংস্কার আনলেও এই সৌদি রাজকন্যা বাসমার সংস্কারের দাবি সৌদি শাসকরা ভালভাবে নেননি। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।

বাসমাহকে আটকের সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও রক্ষণশীল সৌদি আরব সরকারের জন্য তিনি যথেষ্ট মাথা ব্যথার কারণ। পশ্চিমা দেশে পড়াশোনা করে এসে সৌদি আরবের বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের হয়ে সক্রিয়ভাবে কাজ করতেন তিনি। এ ছাড়া তিনি সৌদিতে নারীদের বর্তমান অবস্থা নিয়ে প্রায়ই আন্তর্জাতিক ও সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করতেন। সৌদি আরবে নারী ও পুরুষের একই স্থানে উপস্থিতির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে, তার ঘোর বিরোধী ছিলেন বাসমাহ। এ ছাড়া সৌদি আরবের সংবিধানের সংস্কারও চান তিনি। বাকস্বাধীনতার পক্ষে তিনি। এধরনের দাবিতে বেশ কিছু আলেমকে কারাগারে ঠেলে দিয়েছে সৌদি সরকার। কারাগারে অনেক আলেম চিকিৎসার সুযোগ না পেয়ে কিংবা নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করছেন বলে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অভিযোগ তুলেছে। মিডিল ইস্ট মনিটর

সৌদি আরবে সরকারের সমালোচকদের এধরনের হত্যা, গুম, কারাদ- দেওয়া হয়েছে, তারও বিরোধী ছিলেন বাসমাহ। এ জন্য তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনাও করেছিলেন। সৌদি রাজপরিবারের সরাসরি সমালোচনা না করলেও এই পরিবারের সদস্যদের ঠিকই সমালোচনা করেছেন বাসমাহ। ২০১২ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমাদের রাজপরিবারের প্রায় ১৫ হাজার সদস্য রয়েছেন। এর মধ্যে ১৩ হাজারের এই ক্ষমতা বা সম্পদ ভোগের সুযোগ নেই। আমাদের প্রায় ২ হাজার ধনকুবের রয়েছেন। তাদের হাতে সব ক্ষমতা এবং সম্পদ। এই ২ হাজার ধনকুবেরের বিরুদ্ধে কারও কিছু বলার সাহস নেই।’

ঠিক এসব কারণেই বাসমাহকে গৃহবন্দী করা হয়েছে কি না তা স্পষ্ট নয়। তবে তাকে আর প্রকাশ্যে কথা বলতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে সৌদি সরকারের বক্তব্য জানতে চাইলে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়