শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ১০:২৮ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ভিক্ষের পদধ্বনি শুনছি, বললেন মওদুদ

শিমুল মাহমুদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ২০১৯ সাল, বর্তমান সরকারের ও জাতির জন্যও দুর্ভাগ্যজনক একটি বছর।একের পর এক ঘটনা।নুসরাত হত্যা থেকে শুরু করে ছাত্রলীগের চাঁদাবাজি ও টেন্ডারবাজি, যুবলীগের ক্যাসিনো, তারপর আবার পেঁয়াজ ও লবণের সমস্যা। চালের দাম একদিনে পাঁচ টাকা বেড়েছে।সব মিলিয়ে চোখের সামনে ৭৪ সালের পদধ্বনি দেখতে পাচ্ছি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির উদ্যোগে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই।এখনই সময়- আপনারা পদত্যাগ করুন।একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।যাতে করে এদেশের মানুষ নির্ভয়ে-নির্বিঘ্নে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। তারা তাদের পছন্দ মতো প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত করতে পারে।আর এটা যদি আপনারা নিজে থেকে না দেন তাহলে দেশের মানুষ আদায় করে নেবে।

তিনি বলেন, বিরোধী দলকে দমন করতে নিয়ে সরকার মানুষের সুখ-শান্তি নষ্ট করে দিয়েছে। এজন্য মানুষের মধ্যে শান্তি নেই। একটার পর একটা সংকট দেখা দিচ্ছে। গত নির্বাচনে তারা মানুষের ভোটে নির্বাচিত হয়নি বলেই আজকে দেশে এই নৈরাজ্যকর অবস্থা।সরকার রাষ্ট্র পরিচালনায় সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, জামিনে যদি খালেদা জিয়ার মুক্তি না হয়, তাহলে একমাত্র বিকল্প হচ্ছে রাজপথ।দেশের মানুষ প্রস্তুত আছে।তারা আমাদের দিকে তাকিয়ে আছে যে, আমরা কী ধরনের কর্মসূচি দেই। সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে খালেদা জিয়াকে শুধু নয় গণতন্ত্রও ফিরে আনবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়