শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ০৮:৫৮ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ হলো নোয়াখালী ডিবি ইউনিট

মাহবুবুর রহমান, চট্টগ্রাম : চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে ১১ জেলার মধ্যে ৯ ক্যাটাগরিতে চতুর্থ বারের মত চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী ডিবি ইউনিট ও অফিসার কামরুজ্জামান শিকদার ।

এ সময় সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক, পিএম(বার), পিপিএম মহোদয়ের নিকট হইতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেটসহ এপ্রিসিয়েশন গ্রহণ করেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীপক জ্যোতী খীসা ও ডিবির অফিসার কামরুজ্জামান শিকদার ।

পুরস্কারটি চট্রগ্রাম বিভাগে প্রতি মাসে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলা ও রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক কর্ম মূল্যায়নের উপর চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে নয়টি ক্যাটাগরিতে নোয়াখালী জেলা সম্মান অর্জন করেছে।

এই ৯টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ এএসআই হিসেবে সুধারাম মডেল থানার এসআই সাইফুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার হিসেবে সোনাইমুড়ী থানার এএসআই মো. আল-আমীন, শ্রেষ্ঠ ডিএসবি ওয়াচার হিসেবে এসআই মো. সাদ্দাম হোসেন ভূঁইয়া, শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই জাকির হোসেন, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী হিসেবে এসআই সাঈদ মিয়া এবং হাতিয়া থানার এসআই হিসাবে ইকবাল হোসেন,শ্রেষ্ঠ ডিবি ইউনিট হিসাবে নোয়াখালী ডিবি ইউনিট ।

শ্রেষ্ঠ থানা হিসাবে নোয়াখালী সুধারম থানা এবং কাজী মো. আব্দুর রহিম সদর সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন, নোয়াখালী জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার পিপিএম । সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়