শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ০৯:৫৪ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক পরিবহন আইন সংশোধনের জন্য পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হবে, বললেন ওবায়দুল কাদের

মহসীন কবির : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ধানমণ্ডীর দলীয় সভানেত্রীর কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে সংস্কৃতিক উপকমিটির সভায় এ কথা বলেন। তিডিন বলেন, যান চলাচলে বিঘ্ন ঘটার কোনো কারণ নেই। নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে বাড়াবাড়ি হবে না । ডিবিসি টিভি ও চ্যানেল২৪

তিনি বলেন, সঠিকভাবেই আইন প্রয়োগ করা হবে। এতে কোনো অসংগতি ধরা পড়লে বাস্তবতার নিরিখেই তার সমাধানের আশ্বাস দেন তিনি। আইনে পাশাপাশি সড়কপরিবহনের অন্য বিষয়গুলোর বিধিমালা তৈরি হচ্ছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করে বাস চালকরা। টানা পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।পরে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট তুলে নেয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার সড়কে গণপরিবহন চলতে শুরু করেছে। এতে করে অফিসগামী যাত্রীসহ নগরবাসী সহজেই গন্তব্যে পৌঁছতে পারায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

গত ১ নভেম্বর নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করে সরকার। তবে নতুন আইনে মামলা ও শাস্তি দেয়ার কার্যক্রম মৌখিকভাবে দুই সপ্তাহ পিছিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গত বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হয়েছে। রোববার সড়কমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ওইদিন থেকেই আইন কার্যকর শুরু হয়েছে। এরপর থেকেই ঘোষিত-অঘোষিত পরিবহন ধর্মঘট ডাকতে শুরু করে পরিবহন সংগঠনগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়