শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরুতেই আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ

শিউলী আক্তার : ইমার্জিং ইশিয়া কাপের সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছে স্বাগতিক দল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নিয়ে শুরুতে আফগানিস্তানকে চেপে ধরেছে নাজমুল হাসান শান্তরা। ৭০ রানে ৫ উইকেট তুলে নিয়েছে টাইগাররা।

ম্যাচের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। ২০ বছর বয়সী হাসান প্রথম ওভারের শেষ বলে সাজঘরে ফেরান আফগান ওপেনার আব্দুল মালিক হুসাইনকে। ৪ বলের মোকাবেলায় মাত্র ১ রান করে তিনি হাসানের বলে মাহিদুল ইসলামের অঙ্কনের হাতে ক্যাচ তুলে দেন।

দলীয় ২২ রানে আরেক ওপেনরা শহীদউল্লাহ কামালকেও ফেরান তিনি। পরের ওভারে এসে আবারো সাফল্যের দেখা পান হাসান। তুলে নেন দলের ও নিজের তৃতীয় শিকার। ২৪ রানে ৩ উইকেট হারিয়ে যখন বিপাকে আফগানিস্তান তখন এই সুযোগটাই কাজে লাগান অধিনায়ক শান্ত। বোলিংয়ে নিয়ে আসেন সৌম্য সরকারকে।

নিজের প্রথম ওভার বল করতে এসেই সফলতা পান তিনি। সাজঘরে ফেরান মনির আহম্মেদকে। পঞ্চম উইকেট জুটিতে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে সামিউল্লাহ শেনওয়ারিকে নিয়ে ৩৪ রানের জুটি বাঁধেন দারউইশ রাসুলি। কিন্তু এই জুটিকেও বেশিক্ষণ টিকতে দেয়নি বাংলাদেশ। ১০ রান করা শেনওয়ারিকে ফেরান মেহেদি হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭১ রান। রাসুলি ৩২ ও সাকাব ১ রান নিয়ে ব্যাট করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়