শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ০৪:৩৩ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় সংক্ষিপ্ত সময়ের জন্য ছোট মন্ত্রিসভা, শপথ নেবেনে প্রধানমন্ত্রী রাজাপাকশে

শাহনাজ বেগম : গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রেমসিংহে এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট নতুন সরকার গঠন করতে যা করবেন তাতেই তিনি সম্মতি দেবেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রেসিডেন্টকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবহিত করার কথা জানান। কারণ প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশের তার মন্ত্রিপরিষদে ১৫ সদস্য নিযুক্ত করবেন। রনিল বিক্রেমসিংহের পদত্যাগের পরে দু’বারের প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে ৭৪ বছর বয়সে ছোট ভাই প্রেসিডেন্ট গোটবায়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। নতুন প্রশাসনের একজন মুখপাত্র বিজয়নন্দ হেরাথ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা নিয়োগ করা হবে। সিএনএ, ডেইলি মিরর অনলাইন

জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে বলেছেন, তিনি একটি নতুন সরকার গঠন করবেন যা তার নীতিগুলি বাস্তবায়িত করতে পারে। আমি আমার দেশকে ভালবাসি এবং এর জন্য আমি গর্বিত। দেশ গঠনের জন্য সকল দেশপ্রেমিককে তার সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ করেন। বৈদেশিক নীতিতে তার সরকার আশা করছে যে তারা সব দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে কাজ করবে।

স্থানীয় সময় বিকেলে মন্ত্রীপরিষদ গঠন করতে প্রেসিডেন্টের সঙ্গে রনিলের বৈঠক করার কথা রয়েছে। সেই সময় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জনসমক্ষে একটি বিবৃতি দেবেন। আগামী বছরের ১ মার্চ পর্যন্ত পার্লামেন্ট ভেঙে দেয়া পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য দেশ পরিচালনা করতে ছোট একটি মন্ত্রিসভা নিয়োগ করার কথা রয়েছে প্রেসিডেন্টের ।২০১৫ সালের জানুয়ারি মাসে শেষ হওয়া প্রেসিডেন্ট মহিন্দার অধীনে গোটাবায়া প্রতিরক্ষামন্ত্রীর দাযিত্ব পালন করেছিলেন।

এদিকে, নবনির্বাচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটবায়া রাজাপাকসাকে গত বুধবার তার ভাই মাহিন্দা রাজাপাকশেকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন। এক দশক আগে যুদ্ধাপরাধ এবং একাধিক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত তামিল টাইগারদের দমন করতে রাজাপাকশে পরিবার কৃতিত্ব বহন করছে। বাসিল ও সামাল নামে আরও দুই ভাই রাজনীতিতে সক্রিয়। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়