শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নর্দান ওয়ারিয়ার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলা টাইগার্স

শিউলী আক্তার : সংযুক্ত আরব আমিরাতে চলছে ক্রিটের সংক্ষিপ্তকরণ টি-টেন লিগের তৃতীয় আসর। এই আসরের প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগারর্স। নিজেদের প্রথম মৌসুমে খেলতে নেমে দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনী করে চলেছে বাংলা টাইগার্স। টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে বুধবার মাঠে নেমে নর্দান ওয়ারিয়ার্সের বিপক্ষে তুলে নিয়েছে ৬ রানের জয়। এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেলো টাইগার্সরা।

টস জিতে নর্দান ব্যাটিং আমন্ত্রণ জানালে দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ২২ রান ও সেই সাথে ২১ রান করেন রুশো। কিন্তু মিডল অর্ডারে কেউ দাঁড়াতে না পারলেও ফ্রাইলিংকের ৩৬ রানের ইনিংসে ১০২ রান সংগ্রহ করে বাংলা টাইগার্স।

১০৩ রানের লক্ষ্য টপকাতে নেমে নর্দান ওয়ারিয়ার্সের দুই ওপেনার লিন্ডন সিমন্স ও নিকোলাস পুরান উড়ন্ত শুরু করলেও ধরে রাখতে পারেননি বেশিক্ষণ। পুরান ৮ রান করে আউট হওয়ার পর ব্যক্তিগত ১৫ রান নিয়ে একই পথের সারথি হয়েছেন সিমন্সও। এরপর আন্দ্রে রাসেল ৪১ রানের ইনিংস খেললেও জিততে পারেনি ওয়ারিয়ার্স। ৬ রানে জয় পায় বাংলা টাইগার্স।

সেই সাথে, ৫ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশের মালিকানাধীন দল বাংলা টাইগার্স। এর পরে ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ডেকান গ্ল্যাডিয়েটর্স। তৃতীয় স্থানে ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে মারাঠা অ্যারাবিয়ান্স এবং চতুর্থ স্থানে ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে আছেন ওয়ারিয়র্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়