শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ১২:৩৯ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৫ সালে রাজস্ব আয়ের ৩৬ শতাংশ বিদেশে পাচার

যুগান্তর : দেশের অর্থনীতির অন্যতম সমস্যা বিদেশে অর্থ পাচার। এটি বন্ধ হলে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে। জাতিসংঘের বিনিয়োগ বাণিজ্য সংস্থা আঙ্কটাডের রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। বুধবার সংস্থাটির পক্ষে এ রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বাংলাদেশ-বৈদেশিক সম্পর্ক এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে আসার পর সম্ভাব্য ঝুঁকি ও করণীয় বিষয়ে ওই রিপোর্টে বলা হয়, ইতিমধ্যে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে চলে যাচ্ছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের বৈদেশিক সহায়তায় ৩টি প্রভাব পড়বে। প্রথমত, সাশ্রয়ী হারে আগে যেভাবে অর্থ পাওয়া যেতো সেটি বন্ধ হবে। রপ্তানিতে বিভিন্ন দেশের বাজার সুবিধা কমবে এবং প্রযুক্তিগত সহায়তা কমে যাবে। এই পরিস্থিতি মোকাবেলায় বিকল্প কী করণীয় তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।

জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে দেশের মোট রাজস্ব আয় ছিলো ১ লাখ ৮২ হাজার ২৪৪ কোটি টাকা। এর ৩৬ শতাংশ হলে, ওই সময়ে দেশ থেকে ৬৫৪ হাজার কোটি টাকার বেশি পাচার হয়েছে। যা দিয়ে ২টি পদ্মা সেতু করা যায়। আঙ্কটাডের রিপোর্টে বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মোট রাজস্ব আয়ের ৩৬ শতাংশের সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। আর সবচেয়ে বেশি পাচার হয়েছে কম্বোডিয়া থেকে। দেশটির পাচারের পরিমাণ মোট করের ১২০ শতাংশের বেশি। আর সবচেয়ে কম পাচার হয়েছে, পূর্ব এশিয়ার দেশ লাওসে। যা ওই দেশের রাজস্বের ১ শতাংশের কম। এছাড়া অন্যান্য স্বল্পোন্নত দেশের তুলনায় কর আহরণের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ওই রিপোর্ট অনুসারে বাংলাদেশের উন্নয়ন মূলত বিদ্যুৎ ও জ্বালানি এবং কৃষিতে সীমাবদ্ধ।

এ ব্যাপারে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ অর্থনীতি সব সময় ৩ ধরনের ঘাটতির মধ্যে থাকে। প্রথমত, সঞ্চয় দিয়ে বিনিয়োগে পূর্ণভাবে অর্থায়ন করা যায় না। ফলে বিনিয়োগ সঞ্চয়ের ভেতরে ঘাটতি আছে। দ্বিতীয়ত, সরকার যে পরিমাণ অর্থ ব্যয় করে, তার পুরোটাই করের মাধ্যমে আসে না। এক্ষেত্রে আর্থিক ঘাটতি থাকে। তৃতীয়ত, বৈদেশিক লেনদেনে ঘাটতি রয়েছে। অর্থাৎ রপ্তানি, রেমিটেন্স এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসে, তা দিয়ে আমদানি ব্যয় মেটানো যায় না। এই ৩ ঘাটতি পূরণের জন্য ঋণ নিতে হয়। এর মধ্যে কিছুটা দেশের মধ্য থেকে আবার কিছুু বৈদেশিক ঋণ। এ কারণে বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি সহায়তার প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের এই কাঠামোগত অর্থনীতির ভেতরে দুটি বিষয় যোগ হয়েছে। এর একটি হচ্ছে ২০১৫ সালে নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া। এরফলে যেসব আন্তর্জাতিক সংস্থা আমাদের ঋণ দিতো, তা মনে করে আমরা বেশি সুদে ঋণ নেয়ার সামর্থ্য অর্জন করেছি। এ কারণে বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ঋণের সুদের হার আগের চেয়ে বাড়িয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, ২০২৪ সালে আমরা স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হয়ে যাবো। এই বিবিধ উত্তরণ বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক দশকে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক সহায়তা ব্যবহার করেছে। আর এক্ষেত্রে যে দায়দেনা সৃষ্টি হয়েছে, তা এখনও আয়ত্তের মধ্যে আছে। ফলে বাংলাদেশ কোনোদিন বৈদেশিক দায়দেনা পরিশোধে ব্যর্থ হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমান্বয়ে মিশ্র অর্থনীতির দিকে যাচ্ছি আমরা। একদিকে বৈদেশিক অনুদান নেয়া হচ্ছে, অপরদিকে ঋণও বাড়ছে। কিন্তু অনুদানের চেয়ে ঋণ অত্যন্ত বেশি।

ফলে দায়দেনা ও দেনা পরিশোধের হার দুটিই বাড়ছে। স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে বাংলাদেশের অর্থনীতিতে এই ঋণ ব্যবহারের গুরুত্ব কতটুকু রয়েছে। দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৩৭ শতাংশ বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরশীল। আবার এই ৩৭ শতাংশের ৪৭ শতাংশ সামাজিক খাতে এবং ৪৪ শতাংশ আর্থিক অবকাঠামো খাতে ব্যবহার হচ্ছে। এর মানে উন্নয়নের উল্লেখযোগ্য অংশই বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীল। ফলে মধ্যম আয়ের দেশ ও স্বল্পোন্নত দেশে কাতারে চলে আসার পর তা বৈদেশিক সহায়তায় কী প্রভাব ফেলবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. দেবপ্রিয় বলেন, আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতির কাঠামো শক্তিশালী করতে অভ্যন্তরীণ উৎস থেকে কর আহরণের বিকল্প নেই। কারণ আমাদের রাজস্ব আয় না বাড়লে বিদেশি দাতাগোষ্ঠীও টাকা দেয়ার ক্ষেত্রে আগ্রহ দেখাবে না। কারণ বিশ্বে একটি কথা পরিষ্কারভাবে বলা হয়, তা হলো তোমরা যতো টাকা দেশ থেকে সংগ্রহ করতে পারবে, আমরা ততো টাকা দেয়ার জন্য আগ্রহ দেখাবো। মধ্যম আয় এবং স্বল্পোন্নত দেশের তালিকা চলে এলে যেসব বৈদেশিক সহায়তা কমবে, তা পূরণের জন্য বিকল্প কী পদক্ষেপ নেয়া যায়, তা ভাবতে হবে। তিনি আরও বলেন, সামাজিক খাত ও পরিবেশকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে দেশে যে প্রভাব পড়বে, তা মোকাবেলায় অর্থায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের যে রপ্তানি আয় হয়, তা বাজার সুবিধায় নির্ভরশীল। স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে এলে বিভিন্ন দেশে যে বাজার সুবিধা (জিএসপি) পাওয়া যায়, তা বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতি মোকাবেলায় কী করা যায়, তা ভাবতে হবে। পাশাপাশি স্বল্পোন্নত দেশে থাকাকালীন যে প্রযুক্তি সুবিধা পাওয়া যেতো, বন্ধ হলে কী করণীয়, সেটি অবশ্যই ভাবতে হবে। অনুলিখন : ম. সিদ্দিকা, সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়