শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ০২:১৬ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ ইংল্যান্ডের পল নিক্সন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের প্রধান কোচের নাম ঘোষণা করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিপিএলের বিশেষ সংস্করণ ‘বঙ্গবন্ধু বিপিএল’ এ চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির প্রধান কোচের ভূমিকায় থাকবেন পল নিক্সন। খবর : বিডি ক্রিকটাইম।

ইংল্যান্ডের ৪৯ বছর বয়সী কোচ নিক্সন বর্তমানে কাউন্টি ক্রিকেটের দল লিস্টারশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে কাজ করছেন। ২০১৮ সাল থেকেই কাউন্টিতে কোচের ভূমিকা পালন করছেন তিনি। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসকে দুটি শিরোপা জিতিয়েছেন প্রধান কোচ হিসেবে।

নিক্সনের আছে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা। ২০০৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই কোচ ইংলিশদের জার্সি গায়ে ১৯টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক বার্তায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানায়- ‘চ্যালেঞ্জারদের সর্দারের সাথে পরিচিত হোন! বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান পল নিক্সনের নাম। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসকে দুটি শিরোপা জিতিয়েছেন তিনি।’

একনজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড- দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, পিনাক ঘোষ, মুক্তার আলি, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন।

বিদেশি: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়