শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ০১:৩৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি নিয়ে দ্বন্দ্বে বিএনপি, বললেন গয়েশ্বর

নিউজ ডেস্ক : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে দ্বন্দ্বের মধ্যে রয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা আছি একটি দ্বন্দ্বের মধ্যে- নেত্রীর মুক্তি প্যারোলে, না জামিনে।’

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন গয়েশ্বর। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘নেত্রীর মুক্তি যেন রাজপথে হয়, এই কথাটা কেন জানি আমরা বিবেচনায় নিচ্ছি না। কী কারণে জানি দোয়া মাহফিল, মানববন্ধন আর প্যারোল ও জামিনের তর্ক-বিতর্কের মধ্যে দিয়ে সীমাবদ্ধ রাখছি।’

গয়েশ্বর বলেন, ‘আমার মনে হয়, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার আমাদের কাছ থেকে এই ধরনের আচরণ প্রাপ্য নয়। খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে গিয়ে যদি লাখ লোক জেলে যাই- সেটিই হবে যথার্থ সম্মান প্রদর্শন করা। আমরা যদি রাজপথে গুলি খেয়ে মারা যাই সেটাই হবে জাতীয়তাবাদী শক্তির নেত্রী খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ মর্যাদা প্রদর্শন করা। আসুন আমরা রাজপথ দখল করার প্রত্যয়ে সবাই সরব হই।’

যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়