শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাসাগর দীঘিতে সাঁতার কাটতে গিয়ে যুবক নিখোঁজ

খোকন আহম্মেদ, বরিশাল : দুর্গাসাগর দীঘিতে বুধবার বেলা ১২ টার দিকে সাঁতার কাটতে গিয়ে হৃদয় আহম্মেদ (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সে (হৃদয়) নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা মো. শাহআলমের পুত্র এবং আহসানউল্ল্যাহ ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।

নিখোঁজ হৃদয় আহম্মেদের বন্ধু ও নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা হৃদয় খান জানান, তারা দুই বন্ধু দুর্গাসাগর দীঘি এলাকায় ঘুরতে যায়। কিছুসময় পরে নিখোঁজ হৃদয় বাঁজি ধরে সে সাঁতরে দীঘির মাঝখানের টিলায় যাবে আবার সাতরে সেখান থেকে ফিরে আসবে। এরপর জামা-কাপর পাল্টে হৃদয় দীঘির দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে সাঁতরে যায়। টিলার কাছাকাছি গিয়ে সে নিখোঁজ হয়। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে থানা পুলিশ, দীঘি কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা হৃদয়ের সন্ধান চালানো শুরু করেন।

দীঘির দায়িত্বে থাকা জেলা প্রশাসনের কর্মচারী মো. অলি জানান, নিখোঁজ হৃদয় তার এক বন্ধু ও এক বান্ধবীকে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘুরতে আসে। বেলা সাড়ে ১১ টার দিকে তারা জানায় হৃদয় দীঘিতে সাঁতার কাটতে নামে এবং তাকে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বিকেল চারটায় এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ বিন আলম জানান, ওই যুবকের সন্ধানে দীঘিতে তল্লাশী অভিযান চলছে, তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়