শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ০২:১১ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারিয়ে ইমার্জিং কাপের ফাইনালে পাকিস্তান

আক্তারুজ্জামান : মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে জমজমাট এক ম্যাচ উপহার দিলো ভারত ও পাকিস্তানে অনূর্ধ্ব ২৩ দল। ইমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতকে মাত্র ৩ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। পাকিস্তানের ২৬৭ রানের জবাবে দাঁতে দাঁত চেপে লড়েও নির্ধারিত ৫০ ওভারে ২৬৪ রান তোলে ভারত।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার উমায়ের ইউসুফ (৬৬) ও হায়দার আলী (৪৩)। পরে দলনায়ক রোহাইল নাজির (৩৫) ও অলরাউন্ডার সাইফ বদর (৪৭) দলের রানকে সামনে এগিয়ে নেন। শেষদিকে ইমরান রফিক (২৮) ও খুশদিল শাহ (১৩) দলের রান আড়াইশো পার করেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান তোলে পাকিস্তান। ভারতের হয়ে বল হাতে শিভম মাভি, সৌরভ ডুবে ও ঋত্বিক শুকেন ২টি করে উইকেট নেন।

ফাইনালের টিকিট কাটতে ভারতের দরকার ছিলো ২৬৮ রান। দলনায়ক শরথ (৪৭), আরমান জারিফ (৪৬) ও সানভির সিংয়ের (৭৬) অর্ধশতকে ভর করে ঠিক পথেই এগোচ্ছিল ভারতীয় ইমার্জিং দল। কিন্তু পাকিস্তানি বোলারদের আটোসাঁটো বোলিং আর ফিল্ডিংয়ের সামনে পেরে ওঠেনি। তাছাড়া লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের ধীর গতির কারণে ৩ রান আগেই কোটাকৃত ৫০ ওভার শেষ হয় ভারতের। উইকেট পড়েছিলো ৮টি।

দুর্দান্ত ফিল্ডিং করে ভারতীয়দের দুবার রান আউটের ফাঁদে ফেলে পাকিস্তান। তাছাড়া মোহাম্মদ হাসনাইন ও সাইফ বদর দুটি করে এবং আমাদ খান ও উমার বাট একটি করে উইকেট নেন।

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার বিজয়ী দলের বিরুদ্ধে পাকিস্তান ফাইনাল খেলবে আগামী শনিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়