শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ১১:৪৪ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন দিনে পেঁয়াজের দাম কমেছে কেজিতে একশো টাকা

লাইজুল ইসলাম: অবশেষে পেঁয়াজ নামক পাগলা ঘোড়ার নাগাল পাওয়া গেলো। নিয়ম করেই যেনো প্রতি দিন কমছে পেঁয়াজের দর। গেলো কয়েকদিনের ধারাবাহিকতায় (বুধবার) ১৪২ থেকে ১৫২ টাকায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন ব্যবাসয়ীকে জরিমানা করেছেন।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, বেশির ভাগ পাইকারি ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। কেউ কেউ দোকান গুটিয়ে শুয়ে-বসে আছেন। যারা পেঁয়াজ বিক্রি করছেন তারাও অলস সময়ই পার করছেন। ক্রেতা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের। এসময় বিক্রেতারা বলেন, পেঁয়াজের দাম কমেছে। তবে ক্রেতার সংখ্যা বাড়েনি। বুধবার সকালে কিছু ক্রেতা আসলেও দুপুরের দিকে ক্রেতাশূন্য হয়ে পড়ে বাজার। তাই বেশির ভাগ দোকনই বন্ধ।

কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মোহম্মদ লিটন বলেন, আমাদের পাবনার পেঁয়াজ কেনা আছে ২৩০ টাকায়। কিন্তু বাজার কমে যাওয়ায় এখন ১৫২ টাকায় বিক্রি করতে হচ্ছে। ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪২ টাকা দরে। তিনি আরো বলেন, মিয়ানমারের ২১০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। আর মিসরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা করে।

এদিকে খুচরা ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, দেশি পেঁয়াজ কয়েক ধরনের আছে। প্রকার ভেদে ১৫২ থেকে ১৬২ টাকায় বিক্রি হচ্ছে। তবে মিয়ানবারের পেঁয়াজটা কম চলে তাই কেনা হয়নি বলে জানান তারা। বলেন, মিশরের পেঁয়াজ ১৩০ টাকায় বিক্রি করছি। এসময় সাবেক সরকারি কর্মকর্তা সংকর প্রসাদ বনীক বলেন, আমাদের দেশে কোনো কিছুর ওপরই নিয়ন্ত্রণ নেই। পেঁয়াজের দাম বাড়লো, এখন কমছে। আমরা অল্প করে কিনছি। যতদিন চলা যায়।

বাজার তদারকিতে আসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মাসুদ আরিফিন। তার কাছে এক ক্রেতা অভিযোগ করে কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী যা লিখে রেখেছেন তার থেকে বেশি দামে বিক্রি করছে। এমন অভিযোগের সত্যতা মেলায় তিন পাইকারি ব্যবাসয়ীকে ৬ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুদ আরিফিন।নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রির জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৩৮০২ মিসরের কায়রো থেকে জেদ্দা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে পৌছালেও কাঙ্খিত পেঁয়াজ আসেনি। এই বিমানে করেই পেঁয়াজ আসার কথা ছিলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে।

তবে পেঁয়াজ আসার খবরে প্রস্তুত রাখা হয়েছে কর্মীদের। আনলোড করার জন্য সব কিছুই প্রস্তুত করে রাখা হয়েছে।বিমানবন্দরের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক রতন কুমার সরকার জানিয়েছেন, তার দল ২৪ ঘন্টা প্রস্তুত রয়েছে। আমদানি কারকরা যেকোনো সময় আবেদন করলেই দ্রুত ছাড় পত্র দেয়া হবে। কখন নাগাদ পেঁয়াজ আসবে সেই বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে না পারলেও জানা গেছে কার্গো প্লেনে করেই পেঁয়াজ আসবে। বানিজ্যমন্ত্রী বলেন, প্রতিদিন যাত্রীবাহি ও কার্গো বিমানে করে পেঁয়াজ আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়