শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ১০:৩৯ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতজুড়েই এনআরসি হবে, বললেন অমিত শাহ, পশ্চিমবঙ্গে করতে দেবেন না, জানালেন মমতা

আসিফুজ্জামান পৃথিল : ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি। অমিত শাহ জানান, আসামের প্রক্রিয়াতেই হবে ভারত এনআরসি। তবে নির্দিষ্ট ধর্মের কাউকে লক্ষ্যবস্তু বানানো হবে না। এনডিটিভি

অমিত শাহ বলেন, ‘আসামের জাতীয় নাগরিকপঞ্জি সারাদেশেই পরিচালিত হবে, এর জন্য কোনও ধর্মের কারোরই উদ্বিগ্ন হওয়া উচিৎ নয়। সবাইকে নাগরিক তালিকার অন্তর্ভুক্ত করার জন্য এনআরসি হলো একটি প্রক্রিয়া মাত্র। এনআরসি সারা দেশেই করা হবে, আসামেও আবার করা হবে। তবে কোনও ধর্মের কাউকেই এই বিষয়ে উদ্বিগ্ন হতে হবে না।’

অমিতের বক্তব্যের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, কোথাও যাই হোক না কেন, বাংলা মানবিকতা ও সংস্কৃতির জায়গা। এখানে এনআরসি হবে না। কারও ভয় পাওয়ার দরকার নেই। তিনি বলেন, ‘কিছু লোক বদমায়েশি করে এনআরসির নাম করে নানা ভাবে উত্যক্ত করছে আপনাদের। একটা কথা মনে রাখবেন, বাইরের আমদানি করা কোনও নেতার কথা বিশ্বাস করবেন না। সে হিন্দুই হোক, মুসলমানই হোক। বিশ্বাস করবেন আমরা যারা মাটিতে থেকে লড়াই করি, তারা আপনাদের পাশে আছি। বাংলায় এনআরসি হবে না। চিন্তা করার কোনও কারণ নেই। আপনারা প্রত্যেকে এ দেশের নাগরিক। একটা লোককেও এখান থেকে বিতাড়িত করতে দেবো না।’
আসামের চ‚ড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। এর মধ্যে বেশিরভাগই এমন ব্যক্তি রয়েছেন যারা তাদের দাবি প্রমাণ করার জন্য পর্যাপ্ত নথি পেশ করতে পারেননি বলে দাবি ভারতের। কর্মকর্তাদের মতে, সরকার জানিয়েছে যে তড়িঘড়ি করে এই ব্যক্তিদের অবৈধ নাগরিক ঘোষণা করা হবে না। তাদের কাছে বিদেশি ট্রাইব্যুনালে আপিল করার এবং পরে আদালতের কাছে যাওয়ার বিকল্পও রয়েছে। অমিত শাহ বলেন, এনআরসিতে যাদের নাম অনুপস্থিত তারা ট্রাইব্যুনালে যেতে পারে এবং আসাম সরকার তাদের আর্থিক সহায়তাও দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়