শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ০৭:৪৮ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামেক হাসপাতালের তৃতীয় তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

যমুনা টিভি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের তৃতীয় তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ করছে নিহত জেসমিন আত্মহত্যা করেছেন।

রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, জন্ডিসে আক্রান্ত হওয়ায় জেসমিন আরাকে গত ১৩ নভেম্বর বাগমারা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। ওই দিন থেকেই তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে সবার অগোচরে তিনি ওয়ার্ডের বাইরে গিয়ে তিনতলা থেকে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি জানান, রোগীর স্বজনরা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ আত্মহত্যা। তারপরেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়