শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ০৬:৫৮ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে লবণের মূল্য বৃদ্ধির গুজব প্রতিরোধে মাঠে পুলিশ-প্রশাসন

নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাটে লবণের সংকটের গুজব প্রতিরোধে মাঠে কাজ করছে স্থানীয় প্রশাসন। গত দুই দিন ধরে জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ ভাবে সাধারণ জনগণকে গুজবে কান না দিতে জনসচেতনতা মুলক প্রচার করে যাচ্ছে।

জেলার হাতীবান্ধায় ইএনও সামিউল আমিন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস কুমার সরকার, এসিল্যান্ড শামীমা আক্তার ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ওই উপজেলার বিভিন্ন হাট ও বাজারে ঘুরে ঘুরে হ্যান্ড মাইকের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে গুজবে কান না দিতে অনুরোধ করেন।

অন্যদিকে জেলা প্রশাসক আবু জাফর ও পুলিশ সুপার এস এম রশিদুল হক (পিপিএম-সেবা) জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে ঘুরে সাধারণ জনগণকে গুজবে কান না দিতে জনসচেতনতা মুলক প্রচার করেন।

তারা বলেন, দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষীদের কাছে চার লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে। তারপরও একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকট রয়েছে মর্মে গুজব রটনা করে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস কুমার সরকার বলেন, গুজব  ছাড়ানো ফৌজদারী অপরাধ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ রইল। কেউ যদি লবণের কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা করে বা অতিরিক্ত দামে লবণ বিক্রি করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়