শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ০৬:০৪ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে’

রাজু চৌধুরী, চট্টগ্রাম: নগরীর সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে ওই এলাকার কাউন্সিলরসহ কয়েকজনের পরিকল্পনায় খুন করা হয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। তদন্ত শেষে মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন চট্টগ্রাম মহানগর আদালতে নগর পুলিশের প্রসিকিউশন শাখায় অভিযোগ পত্রটি জমা দেন।

অভিযোগপত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর ও জাতীয় পার্টির একজন নেতাসহ ৫২ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে যে, ঘটনার কয়েক মাস আগে মহিউদ্দিন সোহেল বাজার এলাকায় রেলওয়ের জায়গায় নিজের অফিস চালু করেন। রেলওয়ের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে জানাজার মাঠ অবৈধ দখলমুক্ত করেন। পুলিশের মাধ্যমে অভিযান চালিয়ে পাহাড়তলী বাজার এলাকায় অবৈধ কর্মকাণ্ড বন্ধ করেন। এতে সাবের ও ওসমানের মধ্যে তাদের আধিপত্য হারানোর শঙ্কা তৈরি হয়। তারা মহিউদ্দিন সোহেলকে হত্যার পরিকল্পনা করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে খুন করে গণপিটুনি বলে প্রচার চালানো হয়।

তদন্তকারী কর্মকর্তা জহির হোসেন সাংবাদিকদের বলেন, তাকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তদন্তে পাওয়া গেছে। অভিযোগপত্র প্রসিকিউশন শাখায় জমা দিয়েছি। ৫২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৭ জন পলাতক আছেন। ৩৫ জন ঘটনার পর বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদীসহ ২৯ জনকে সাক্ষী করা হয়েছে।

হত্যার পর ৮ জানুয়ারি রাতে মহিউদ্দিন সোহেলের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির বাদী হয়ে সাবের ও ওসমান খানসহ ২৭ জনের নাম উল্লেখ করে নগরীর ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, ‘অভিযোগপত্র জমা হয়েছে। সেটা আমরা যাচাই বাছাই করে আদালতে দাখিল করা হবে। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়