শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ০৫:০৪ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইগ্রেনের ব্যথা কমায় রসুন-দুধ

মুসবা তিন্নি : রসুনের সঙ্গে দুধ? শুনলে অনেকেই নাক কুঁচকাবেন। চলতি ভাবনায় অনেকেই মনে করেন রসুন আমিশ। তাই রসুনের সঙ্গে দুধ কখনই খাওয়া যায় না কিন্তু এই রসুন আর দুধ একসঙ্গে খেতে পারলে কাজ হবে ম্যাজিকের মতো। সাম্প্রতিক সমীক্ষা তাই বলছে। স্বাস্থ্য বার্তা

শুধুমাত্র সমীক্ষা নয়, আর্য়ুবেদ শাস্ত্রও ঠিক একথা বলে। যে কোনো ব্যথা উপশমে দুধ আর রসুন একসঙ্গে খেলে খুব ভালো ফল পাওয়া যায়। বিশেষ করে মাইগ্রেনের ব্যথা থেকে রেহাই মেলে। এই মাইগ্রেনের ব্যথা যার হয়, সে-ই একমাত্র বোঝে এর ব্যথা কতটা তীব্র ও যন্ত্রণাদায়ক হয়।

তাই প্রতিদিন দুধের সঙ্গে রসুন মিশিয়ে খাওয়ার অভ্যাস করতে পারলে মাইগ্রেনের ব্যথা অনেক কমে যায়। এছাড়া রসুনের মধ্যে অ্যান্টি- ইনফ্ল্যামেটারি উপাদান থাকায় ব্যথা থেকে রেহাইও মেলে। পাশাপাশি ক্যানসার থেকেও দূরে থাকা যায়।

আরও যে যে উপকারে আসে রসুন-দুধ

কোষ্ঠকাঠিন্য কমবে: যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা কিন্তু অনেকেই রোজ নিয়ম করে গরম দুধ খান। এবার তাতে কয়েক কোয়া রসুন থেঁতো করে ফেলে দিন। পরের দিন সকালে পেট একদম পরিষ্কার হয়ে যাবে। গ্যাস, অম্বলের সমস্যাও কমবে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে: শরীরে কোলেস্টেরল বেশি থাকলে হার্টের সমস্যা দেখা দেয়। রসুন দেয়া দুধ খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে এবং হার্টের মধ্যে রক্তচলাচল ভালো হবে।

গেঁটে বাত সারায় : গাঁটে গাঁটে ব্যথা অনেক কমিয়ে দেয় রসুন-দুধ। এমনিতেই গরম দুধ ব্যথা কমায়, সেই সঙ্গে রসুন প্রদাহ থেকে রক্ষা করে। সব মিলিয়ে খুব ভালো উপকার পাওয়া যায়।

ব্রণ সারায়: মুখের যাবতীয় কালো দাগ ও ছোপ ব্রণ সব সেরে যাবে যদি রসুন-দুধ খেতে পারেন।

এছাড়া, রসুনকে গরীবের পেনিসিলিন বলা হয়। তাই রাতে রুটির সঙ্গে রসুন চিবিয়ে খেলে বা রাতে ঘুমোতে য়াওয়ার আগে রসুনের জুস দিয়ে দুধ খেলে যৌন ক্ষমতা বাড়ে।

যেভাবে বানাবেন রসুন-দুধ : রসুনের খোসা ছাড়িয়ে ব্ল্যান্ডারে দিয়ে জুস করে নিন। এবার এই জুসের সঙ্গে একগ্লাস গরম দুধ মেশান। রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়