শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ০২:০৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারের নামে প্রহসন! ভারতে ধর্ষিতাকেই উলটে ৫০০০ জরিমানা পঞ্চায়েতের

রাশিদ রিয়াজ : আর যারা 'ধর্ষক', তাদের একটি বারের জন্য খোঁজও পড়ল না ওই বিচারসভায়। যদিও, পুলিশ জানাচ্ছে, 'ধর্ষিতা' থানাতেই আসেননি। এফআইআর তো দূর অস্ত। যার অর্থ,‌ মিথ্যে অভিযোগেই গণধর্ষিতাকে জরিমানা করেছে পঞ্চায়েত। বিচারের নামে অদ্ভূত এই প্রহসনের ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের জশপুর গ্রামে।

গ্রামে বিচারসভা বসিয়ে 'গণধর্ষিতা'কেই উলটে আর্থিক জরিমানা করল গ্রাম পঞ্চায়েত। জরিমানার কারণ, পুলিশে নালিশ করে, গ্রামের সুনাম ক্ষুণ্ণ করেছেন ওই নিগৃহীতা। আর যারা 'ধর্ষক', তাদের একটি বারের জন্য খোঁজও পড়ল না ওই বিচারসভায়। যদিও, পুলিশ জানাচ্ছে, 'ধর্ষিতা' থানাতেই আসেননি। এফআইআর তো দূর অস্ত। যার অর্থ,‌ মিথ্যে অভিযোগেই গণধর্ষিতাকে জরিমানা করেছে পঞ্চায়েত। বিচারের নামে অদ্ভূত এই প্রহসনের ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তীসগঢ়ের জশপুর গ্রামে।

গ্রামের এই বিচারসভার সূত্র ধরেই গণধর্ষণের ঘটনা সামনে আসায়, পুলিশ উদ্যোগী হয়ে একটি মামলা রুজু করেছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। এখনও পর্যন্ত ২ অভিযুক্তকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশে দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, গত ৪ নভেম্বর নিগৃহীতা যুবতী গণধর্ষণের শিকার হন। পুলিশকে তিনি জানান, ওইদিন এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেসময় সন্দীপ এবং কিশোর নামে দুই যুবক তাঁকে কাজ দেওয়ার অছিলায় ডাকে। একটি নির্জন নির্মীয়মাণ বাড়ির ভেতরে ডেকে নিয়ে গিয়ে, তাঁকে গণধর্ষণ করে দুই যুবক। কাউকে জানালে, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। নির্যাতিতা ভয়ে থানায় যেতে না পারলেও, বাড়ি ফিরে মাকে ঘটনার কথা জানিয়েছিলেন।

এদিকে, কানাঘুষোয় এই ধর্ষণের খবর যান গ্রাম পঞ্চায়েতে। ঘটনার ১০ দিন পর, ১৪ নভেম্বর পঞ্চায়েতের তরফে বিচার বসে। সকলকে অবাক করে অদ্ভূত যুক্তিতে নির্যাতিতাকেই ৫০০০ টাকা জরিমানা করা হয়। বলা হয়, থানায় ধর্ষণের অভিযোগ জানিয়ে নির্যাতিতা গ্রামের দুর্নাম করেছেন। তাই এই আর্থিকদণ্ড।

পুলিশ জানিয়েছে, গণধর্ষণে অভিযুক্ত সন্দীপ এবং কিশোরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করানোরও ব্যবস্থা করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়