শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ০৭:২০ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় লবণ নিয়ে গুজব বন্ধে জেলা ও পুলিশ প্রশাসনের অভিযান

মাহফুজ নান্টু, কুমিল্লা: কুমিল্লা জেলায় পেঁয়াজের পর এবার লবণ নিয়ে ভয়াবহ আকার ধারণ করেছে গুজব। নগর থেকে শুরু করে গ্রাম গঞ্জে হাট-বাজার ও সুপার শপগুলোতে সকাল থেকে লবণ কিনতে লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষজনকে।

গুজবকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারকে মূলত অস্থিতিশীল করছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা। তবে যারা এমন কাজের সাথে সম্পৃক্ত  তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসন। মঙ্গলবার দিনভর বিভিন্ন হাট বাজার ও সুপার শপে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসন। এ সময় বিভিন্ন দোকানীকে সর্তক করা হয়।

কুমিল্লা বুড়িচং-ব্রাহ্মনপাড়া ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন হাট বাজাওের খবর নিয়ে জানা যায়,গুজবকে কেন্দ্র করে সারা দিন প্রচুর লবণ বিক্রি করে দোকানীরা। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে অভিযানে নামে কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসন।

মঙ্গলবার দুপুরের পর থেকে জেলা পুলিশের একটি টিম নিয়ে বাজার মনিটরিং করে। বাজার মনিটরিং অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।

নগরীর বাদুড়তলা এলাকায় বেশ কয়েকটি দোকানে লবন,পেয়াজসহ নিত্যপণ্যের মূল্য তালিকা ঠিক আছে কিনা এবং কোন ব্যবসায়ী প্রয়োজনীয় নিত্য পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা করছে কিনা সে বিষয়ে অভিযান চালানো হয়।

বাজার মনিটরিং শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন জানান, বাজারের নিত্যপণ্যের কৃত্রিম স্টক বন্ধ করাসহ বিশেষ কোন খাদ্য পণ্য নিয়ে গুজব সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে জেলা পুলিশ সক্রিয় রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যহত থাকবে।

এদিকে লবনসহ নিত্য পন্যর বাজার দর ঠিক রাখার লক্ষ্য জেলা প্রশাসনের কয়েকটি টিম বাজার মনিটরিং করতে মাঠে নেমেছে। নগরীর বাদুড়তলা আমানা বিগবাজার সুপার শপ,স্বপ্ন সুপারশপসহ নগরীর নিউমার্কেট ও রাজগঞ্জে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট মো: মাজাহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান রাসেল।

এ সময় আমানা বিগ বাজারে লবনের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্ঠা করায় আমানা বিগ বাজারের কর্তৃপক্ষকে সবোর্চ্চ সর্তক করে দেয়া হয়।

এদিকে নগরীর অলি-গলির দোকানগুলোতে নায্যমূল্য পণ্যদ্রব্য বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করতে দেখা যায় কুমিল্লা জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তারকে। মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনার সময় বাগিচাগাও এলাকার বেশ কয়েকজন দোকানীকে অধিক মূল্য পণ্য বিক্রি করায় সর্তক করে দেয়া হয় এছাড়াও অধিকমূল্য পণ্য বিক্রির দায়ে আরিফ স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার জানান, কুমিল্লা জেলায় নিত্যপণ্যর দাম বৃদ্ধি করার প্রবনতাকে কঠোর হস্তে নিবৃত করতে জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর মহোদয়ের সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আনোয়ারুল হক,গোয়েন্দা পুলিশের ওসি(ভারপ্রাপ্ত) মো:আনোয়ারুল আজিম প্রমূখ। সম্পাদনা: জেরিন মাশফিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়