শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেশি দামে লবণ বিক্রি করলে ৯৯৯-এ ফোন দিয়ে জানানোর অনুরোধ পুলিশের

সুজন কৈরী : দেশে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে লবণ বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি সোচ্চার হয়েছে পুলিশ সদর দপ্তরও। দেশের কোথাও লবণের অতিরিক্ত দাম চাইলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেসনোটে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা বলেন, লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যে বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দেশে ছয় লাখ টন লবণ মজুত রয়েছে। এটা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি। তাই লবণের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। তাই জনসাধারণকে গুজবে কান না দেয়া ও বিভ্রান্ত না হতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

এদিকে লবনের মূল্য বৃদ্ধি সংক্রান্ত গুজব ছডানোর বিষয়ে পুুলিশের অফিসিয়াল ফেসবুক পেজেও জনসাধারণকে সতর্ক করে প্রচারণা চালানো হচ্ছে। ফেসবুক পোস্টে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি তৈরীর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই বিভ্রান্তি দূর করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সরেজমিনে বাজার পরিদর্শন করে অতিরিক্ত মূল্য বৃদ্ধি রোধে কাজ করছে। এছাড়া গুজবে কান না দিয়ে লবণের মূল্য বৃদ্ধি হতে পারে এ ধরনের ধারণা থেকে লবণের মজুদ করা থেকে বিরত থাকার জন্য একান্ত ভাবে অনুরোধ করা হচ্ছে।

বরিশাল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে এ সংক্রান্ত স্ট্যাটাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। স্ট্যাটাসে পুলিশের ফোন নম্বর দেয়া হয়েছে। কেউ বেশি দামে লবণ বিক্রি করলে ওই নম্বরে কল করে পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়