শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনগরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

সোহেল রানা, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে প্রবাসী সেলিম মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে সোমবার গভীর রাত আড়াইটায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার কালামিয়ার বাজার ব্রীজ সংলগ্ন খালি জায়গায় সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হওয়ার গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ ধাওয়া করে ডাকাত রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৮), পশ্চিমখাস নিজগাঁও গ্রামের সমাই মিয়ার ছেলে বুদন মিয়া বুদন (৩২), পানিসাইল গ্রামের তাহির আলীর ছেলে হাবিজ মিয়া হাফিজ (৩০), হায়পুর গ্রামের আনজব আলীর ছেলে বেলাই ওরফে শাহআলমকে (৩২) আটক করা হয়। এসময় তাদের কাছে ২টি রামদা, ১টি তালা ভাঙ্গার সাবল, ১টি হাতুড়ি পাওয়া যায়।

ডাকাত আহাদ মিয়ার বিরুদ্ধে রাজনগর থানা, মৌলভীবাজার সদর ও কুলাউড়া থানায় মোট ৭টি, ডাকাত বুদন মিয়া ওরফে বুদনের বিরুদ্ধে মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন থানায় ৬টি, হাবিজ মিয়াওরফে হাফিজের বিরুদ্ধে রাজনগর, বড়লেখা ও কুলাউড়া থানায় ৬টি, বেলাই ওরফে শাহআলমের বিরুদ্ধে রাজনগর থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে।

রাজনগর থানার ওসি মো. আবুল হাসেম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, উপরোক্ত ডাকাতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়