শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০৮:০০ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন সেনাদের প্রশিক্ষণ না দেওয়ার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

সাবিহা জামান: জার্মান সামরিক বাহিনীতে চীনা সামরিক বাহিনীর সেনা সদস্যদের প্রশিক্ষণ না দেয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ডয়েচে ভেলে

রোববারে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জার্মান পত্রিকা বিল্ড জানায়, চীনা সেনারা প্রায়ই জার্মান সামরিক বাহিনী আয়োজিত নানা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আগামী বছর ১১জন চীনা সৈনিককে আধুনিক প্রশিক্ষণ দেবে জার্মান সামরিক বাহিনী। এদের মধ্যে ১জনকে প্রেস ও মিডিয়া বিষয়ক বিশেষ প্রশিক্ষণও দেয়া হবে।

ইতিমধ্যে চীনা সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার বিরুদ্ধে জার্মানির গ্রিন পার্টিসহ বেশ কিছু মানবাধিকার কর্মীরাও মত প্রকাশ করছে। গ্রিন পার্টির মুখপাত্র মার্গারেট বাওজে ও টোবিয়াস লিন্ডনার বলেন, ‘‘চীনে মানবাধিকারের অবস্থা খুব খারাপ। শিনজিয়াং প্রদেশে গণহারে মানুষের ওপর নজরদারি করা চালাচ্ছে। চীনে যা হচ্ছে তা গণহত্যার সমান, এাট মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ।’’

হংকংয়ে চলমান চীনবিরোধী প্রতিবাদের নেতা জোশুয়া ওয়াং নিন্দা করে বলেন, ‘‘জার্মান সেনা যে চীনা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে, তা জানার পর থেকেই আমি বিরক্ত। যেভাবে হংকংয়ে সহিংসতা চালাচ্ছে চীন, তাতে জার্মানির সব ধরনের প্রতিরক্ষা বিষয়ক সহায়তা অনেক আগেই বন্ধ করা উচিত ছিলো।’’

শনিবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন চীনের গোপন চীনের নথি প্রকাশ করে যার বেশির ভাগই চীনের শিনজিয়াং প্রদেশের বিভিন্ন ক্যাম্পে বন্দি উইঘুর গোষ্ঠীর ওপর অত্যাচারের বিবরণ। প্রায় ৪০০ পাতা দীর্ঘ এই নথি সামনে আসার পর থেকে বর্তমানে নতুন করে আলোচনায় চীনের মানবাধিকার লঙ্ঘন এর প্রেক্ষাপটে জার্মানির চীনা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বদলে এই বিষয়ে কড়া বার্তা দেবার দাবি তুলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জার্মানির রাজনৈতিক দলগুলি। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়