শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিলেন হৃদয়

শিউলী আক্তার : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত খেলছেন তৌহিদ হৃদয়। তার অনবদ্য ব্যাটিংয়ে লঙ্কাদের বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করেছে টাইগার যুবারা। আজ ছিলো সিরিজের শেষ ম্যাচ। হোয়াইওয়াশ করার লক্ষ্যে ব্যাট করতে নেমে হৃদয়ের ১১১ রানের ইনিংসে ২৮৩ রান সংগ্রহ করে আকবর আলীরা। এই সেঞ্চুরিতে টানা তিন ম্যাচে শতক হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েন হৃদয়। যুব ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসানের বদলি হয়ে নামা প্রিতম কুমার এই ম্যাচে কিছু করতে পারেননি। ১ রান ফেরেন তিনি। তার বিদায়ের পর দলের হাল ধরেন সাজিদ হোসেন ও প্রান্তিক নওরোজ। দু’জনে গড়েন ৫৭ রানের জুটি। ২১ রান করে সাজিদ আউট হলে ভাঙ্গে এ উইকেট জুটি। এরপর ক্রিজে আসেন ফর্মের তুঙ্গে থাকা হৃদয়।

পুরো সিরিজজুড়ে দাপুটে ব্যাট করা হৃদয় শুরু থেকেই থাকেন আক্রমণাত্বক। দ্রুতগতিতে রান তুলতে থাকেন তিনি। তার সাথে পাল্লা দিয়ে স্কোরবোর্ডকে এগিয়ে নিতে থাকেন নওরোজও। দ্রুতই দেখা পেয়ে যান হাফসেঞ্চুরির। তবে মাইলফলক স্পর্শের পর বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি।

দিলুম সুধেরার বলে রোহান সানজায়ার হাতে ক্যাচ দিলে থামে তার ইনিংস। আউটের আগে অবশ্য ৬৫ রান। তার বিদায়ে দলীয় ১২৭ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। চতুর্থ উইকেটে পারভেজ হোসেনের সাথে ১০০ রানের জুটি গড়নে হৃদয়। ৩৮ রান করে ফেরেন পারভেজ।

এরপর দ্রুত সাজঘরে ফিরে যান শামীম হোসেন (১) ও আকবর আলী (২)। পর পর দুই উইকেট পড়ে গেলেও দলকে সামলে নেন হৃদয়। যুব ক্রিকেট ইতিহাসে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি। শেষ পর্যন্ত তার ১১১ রানের ইনিংসে চড়ে ৭ উইকেটে ২৮৩ রানের পূঁজি পায় স্বাগতিক যুবারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়