শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ নুসরত জাহান, প্রায় ২৪ ঘণ্টা পর ফিরলেন হাসপাতাল থেকে

মুসফিরাহ হাবীব: গুরুতর অসুস্থ হয়ে রোববার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় চব্বিশ ঘণ্টা পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন টালিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য নুসরত জাহানকে। সোমবার রাত ৮টার একটু আগে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন তিনি বিপদমুক্ত।

একসঙ্গে অনেক ওষুধ সেবনে নুসরত অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গেছে। সম্ভবত ঘুমের ওষুধ সেবন করেছিলেন তিনি। প্রাথমিকভাবে তাকে আইসিইউ-তে রাখা হয়। থানায় তার ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার নুসরতের স্বামী নিখিলের জন্মদিনে সন্ধ্যায় পার্টি আয়োজন করা হয়েছিল। সেই পার্টি চলাকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন নুসরত। হাসপাতাল কর্তৃপক্ষ নুসরতের অসুস্থতার কারণ এবং বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে। নুসরতের পরিবারও ঘুমের ওষুধ সেবনে তার অসুস্থ হওয়ার কথা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

নুসরতের স্বামী নিখিল সোমবার বলেন, “সব ঠিক আছে। চিন্তার কিছু নেই। আজই নুসরত বাড়ি ফিরবে। হাঁপানির সমস্যা বাড়ায় মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয়। এখন ভালো আছে নুসরত।” সেই মতো এ দিনই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়।

নুসরত নিজেও বলেছেন, “আমার শ্বাসকষ্টের সমস্যা অনেক দিনের। সেটি হঠাৎ বেড়ে যাওয়াতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এখন অনেকটা সুস্থ বোধ করছি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়