শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলপিজি’র দাম বোতল প্রতি বাড়ার কথা ১৫ টাকা, বেড়েছে ১২০

দৈনিক জনকণ্ঠ : আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়েছে ১১ টাকা আর দেশে বেড়েছে ১২০ টাকা। আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির এ সুযোগ নিয়ে দেশের বাজারে এই দর বৃদ্ধি করা হয়েছে বলে বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্র জানায়। এতে সাধারণ গ্রাহকদের ওপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।

সূত্র জানায়, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এলপিজির দর বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে এই দর বৃদ্ধি বলে এলপিজি ব্যবসায়ীরাও জানিয়েছেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) চেয়ারম্যান সামসুর রহমন বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি টন এলপিজিতে ১০ ডলার দাম বেড়েছে। এক টন এলপিজিতে ৮২ বোতল এলপিজি বানানো যায়। সেই হিসেবে এলপিজির বোতল প্রতি দাম বাড়তে পারে দেশের বাজারে সর্বোচ্চ ১৫ টাকা সেখানে ১০০ থেকে ১২০ টাকা দাম বেড়েছে।

দেশের বাজারের বেশিরভাগ নিয়ন্ত্রণ করে বেসরকারী এলপিজি উৎপাদনকারীরা। দেশের মোট এলপিজির মাত্র দুই ভাগ জোগান দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (পিপিসি)। প্রতিদিন চার হাজার বোতল এলপিজি সরবরাহ করা হয় সরকারীভাবে। সরকারীভাবে ইস্টার্ন রিফাইনারি (ইআরএল) এবং দেশের মধ্যে কনডেনসেট প্রক্রিয়া করে এলপিজি সরবরাহ করা হয়। অন্যদিকে বিদেশ থেকে প্রোপেন এবং বিউটেন আমদানি করে বেসরকারী উৎপাদনকারীরা নির্দিষ্ট অনুপাতে বোতলে ভোরে এলপিজি বিক্রি করে থাকে। দেশের বেশিরভাগ এলপিজিই আমদানি করা হয়।

বিপিসি সূত্র জানায়, প্রতি টনে ১০ ডলার বৃদ্ধি পেলে এক টনে দাম বৃদ্ধি পায় ৮৫০ টাকা। (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। এক টন দিয়ে ৮২ বোতল এলপিজি হলে বোতল প্রতি আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পায় ১০ দশমিক ৩৬ টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই ১০ বা ১১ টাকার বিপরীতে কতটাকা বৃদ্ধি করা যৌক্তিক। এখানে ১০ টাকার বিপরীতে আরো ৫০ ভাগ যোগ করে বৃদ্ধি করা হলেও প্রতি বোতলে ১৫ টাকার বেশি বৃদ্ধি কোনভাবেই যৌক্তিক নয়।

সংশ্লিষ্টরা বলছেন, এলপিজির দাম নির্ধারণে সরকার নানাভাবে চেষ্টা করলেও বিনিয়োগকারীরা মূল্য নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ মানতে নারাজ। গত দু’বছর ধরেই এলপিজির মূল্য নির্ধারণের একটি ফর্মুলা বা পদ্ধতি নির্ধারণের চেষ্টা করেও জ্বালানি মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। অনুলিখন : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়